বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

জলবায়ু পরিবর্তনে জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাব পাস সংসদে

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু সংকটের বহুমাত্রিক সংকট থেকে বিশ্বের ৮০ ভাগ জনগণকে রক্ষায় বিশ্বের সব পার্লামেন্ট, সরকার, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে  দ্রুত, কার্যকর  ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে জলবায়ু পরিবর্তনের ফলে অস্তিত্বের সংকট থেকে উত্তরণের জন্য ‘গ্রহজনিত জরুরি অবস্থা ঘোষণা করা হোক’ শীর্ষক প্রস্তাব পাস করেছে জাতীয় সংসদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের পঞ্চম অধিবেশনের বৈঠকে ১৪৭ বিধিতে আনা এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়। প্রস্তাবটি উত্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পক্ষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। প্রস্তাবটির বিশদ বর্ণনা দিতে সাবের হোসেন চৌধুরী সংসদে স্লাইড শো প্রদর্শন করেন। এ সময় তিনি বলেন, আমরা হব পৃথিবীর প্রথম ও একমাত্র সংসদ যারা প্লানেটারি ইমার্জেন্সি ঘোষণা করল। আমাদের আগামী দিনের রাজনীতি, কূটনীতিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন প্লাটফর্মে এটা উপস্থাপন করতে পারব। এর মাধ্যমে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বব্যাপী যে আন্দোলন চলছে তার নেতৃত্ব দিতে পারব।  প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, পরিবেশ ও বনমন্ত্রী শাহাবউদ্দীন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, রফিকুল ইসলাম বীর উত্তম, কাজী নাবিল আহমেদ, ওয়াশিকা আয়েশা খানম,  নজরুল ইসলাম বাবু, জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী, মুজিবুল হক চুন্নু, জাসদের শিরিন আখতার, বিএনপির হারুনূর রশীদ, ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ। আলোচনার পরে তা কণ্ঠভোটে পাস হয়।

সর্বশেষ খবর