শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সুফি আর ধ্রুপদী সুরে মুগ্ধতা

মোস্তফা মতিহার

সুফি আর ধ্রুপদী সুরে মুগ্ধতা

‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-২০১৯’ এর দ্বিতীয় রাতের প্রধান আকর্ষণ ছিলেন উপমহাদেশের অন্যতম সুফি শিল্পী পাকিস্তানের হিনা নাসরুল্লাহ। গতকাল সন্ধ্যা থেকেই ছিল সুরপ্রেমীদের অধীর অপেক্ষা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি এলেন, সুরের বৃষ্টি ছড়ালেন এবং জয় করলেন সুফি সংগীতের এদেশীয় সমঝদারদের। সহোদর হাসান নাসরুল্লাহকে সঙ্গে নিয়ে সুর ছড়ালেন তিনি। সেই সুরে ছিল আধ্যাত্মিকতার শীতল পরশ আর ধ্রুপদী ব্যাকরণ। মুগ্ধতা ছড়িয়ে কানায় কানায় পরিপূর্ণ আর্মি স্টেডিয়ামকে ঢেকে দিলেন সুরের চাদরে। হিনা নাসরুল্লাহ ও হাসান নাসরুল্লাহ দুই ভাইবোনের সুরের মধ্য দিয়ে গতকাল আসরের দ্বিতীয় রাতের পর্দা নামে। ‘সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইশক বাদল কা, ইয়া আরজু আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবীব আল্লাহ, বালাগাল উলা বিকামিলিহি কাশাফাদ্দুজা বেজামালিহি, সাচো কি মালা পে জপতে জপতে, ম্যায় নারায়ে মাস্তানাসহ প্রায় অর্ধডজন গানের সুরে গোটা স্টেডিয়ামকে সুরের বৃষ্টিতে ভেজান পাকিস্তানের এই শিল্পী। প্রতিটি পরিবেশনার পর শ্রোতারাও অভিনন্দনে সিক্ত করেন দুই সহোদর শিল্পীকে।  এর আগে সন্ধ্যায় দ্বিতীয় রাতের শুরুতেই সংগীত পরিবেশন করেন সান ফাউন্ডেশন আয়োজিত ২০১৬ সালে ‘বাউলিয়ানা’র প্রথম রানারআপ কিশোর বাউল শফিকুল ইসলাম। এরপর মাটির সুরে সিক্ত করতে মঞ্চে আসেন বাউল কামরুজ্জামান রাব্বি। ছয়টি গানের অনবদ্য পরিবেশনায় উৎসবের দ্বিতীয় রাতকে বর্ণাঢ্য করে তোলেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের শিল্পী বাউল কামরুজ্জামান রাব্বি। রাতের তৃতীয় পরিবেশনায় সুরের সমুদ্রে ঢেউ তোলেন মাতালকবি খ্যাত বাউল আবদুর রাজ্জাক দেওয়ানের শিষ্য কাজল দেওয়ান। এই শিল্পী আকণ্ঠ সুরের সুধা পান করিয়ে আসরের দ্বিতীয় রাতে মুগ্ধতা ছড়ান। সুরের মূর্ছনায় আর্মি স্টেডিয়ামের কোনায় কোনায় শিহরণ তোলেন গানপাগল এই শিল্পী। এ রাতে মালির লোকসংগীতের সুর ছড়িয়ে দিয়ে সুরপিয়াসীদের মুগ্ধ করেন আফ্রিকা মহাদেশের মালির শিল্পী হাবিব কৈতি ও তার গানের দল ‘বামাদা’। গানের সঙ্গে গিটারের মিশ্রণে নিজের দেশ মালিকেই তুলে ধরেন এই শিল্পী। এরপর গতকালের অন্যতম আকর্ষণ বাংলাদেশের বাউলশিল্পী ফকির শাহাবুদ্দিন সুরের দোলায় নাচাতে থাকেন দর্শক-শ্রোতাদের। ‘আল্লাহ বলো’ দিয়ে শুরু করে একে একে তিনি পরিবেশন করেন ‘ওরে কেউ কারো নয় দুঃখের দুঃখী, একদিন মাটির ভিতরে হবে ঘর, ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা, আমারে আসিবার কথা কইয়া, সোনার ময়না ঘরে রাইখা বাইরে তালা লাগাইছে, বন্দে মায়া লাগাইছেসহ বেশ কয়েকটি বাউল ও বিচ্ছেদি গান। ছয় দেশের দুই শতাধিক শিল্পীর অংশগ্রহণে আজ তিন রাতের এই আসরের পর্দা নামবে।

সর্বশেষ খবর