শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি ও পিয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে             রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। গতকাল নয়াপল্টনের  কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল হয়।  কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি কাকরাইলের নাইটেঙ্গল  রেস্তোরাঁর  মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ‘বেগম জিয়ার মুক্তি  চাই’ স্লোগান দেন নেতা-কর্মীরা। সংগঠনের সভানেত্রী বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের  নেতৃত্বে বিক্ষোভ  মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কাইয়ুম চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিনের কাজী আবুল বাশার, সাইফুল ইসলাম পটু, মুক্তিযুদ্ধ প্রজন্মের এম ইউসুফ আলী, সাইফুল ইসলাম ও ওবায়দুর রহমান অটল প্রমুখ  নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় রিজভী আহমেদ বলেন, ‘পেঁয়াজের সিন্ডিকেটের বিরুদ্ধে শুদ্ধি অভিযান নেই। পেঁয়াজ গতকাল ছিলো ২‘শ টাকা, আজকে আড়াই‘শ টাকা, কাল হয়ত হয়ে যাবে তিন‘শ টাকা। আমাদের প্রশ্ন, পেঁয়াজের সিন্ডিকেট কারা? ওরা  তো আওয়ামী লীগের  লোক, ক্ষমতাসীন দলের  লোক।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, অভিযান এখনো থামেনি। কৈ স্বরাষ্ট্র মন্ত্রী আপনার অভিযান ওই সিন্ডিকেটের দিকে ধাবিত হয় না কেনো। কারণ, ওরা আপনার চাইতেও ক্ষমতাশালী, ওদের গায়ে আপনি হাত দিতে পারবেন।’

সর্বশেষ খবর