রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
ট্রেন দুর্ঘটনা

উল্লাপাড়ায় আলামত নাশকতার, তদন্ত ব্রাহ্মণবাড়িয়ায়

প্রতিদিন ডেস্ক

মাত্র কদিনের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং সিরাজগঞ্জের উল্লাপড়ায় ট্রেন দুর্ঘটনার ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে। কসবার ঘটনায় আজ জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও- তা দেওয়া হচ্ছে না বলে জানানো হয়েছে। কবে নাগাদ জমা দেওয়া হবে তাও উল্লেখ করা হয়নি। শুধু জানানো হয়েছে, তদন্ত চলছে। এদিকে রেলমন্ত্রী উল্লাপাড়ার ঘটনায় নাশকতার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন। আমাদের পঞ্চগড়  প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বিকালে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। সাম্প্রতিক রেল দুর্ঘটনা ও রেলের বগিতে অগ্নিকান্ডের নাশকতা কিনা-খতিয়ে দেখা হচ্ছে। ২০১৪ সালে হরতালের নামে দেশের সম্পদ পুড়িয়ে নষ্ট করা হয়েছে। বাস ও ট্রেনে আগুন দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনাতেও আমরা সেই ধরনের আলামত পাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘এর আগে একই এলাকায় বনলতা এক্সপ্রেসে ঢিল মারলে দুজন নিহত হয়েছিলেন। এ ছাড়া ওই স্থানেই রংপুর এক্সপ্রেসে নাশকতা চেষ্টার ঘটনা ঘটেছে। তাই আমরা মনে করি এটিও সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকা-। সেখানে কিছু লোক কাজ করছিল, আমরা তাদের গ্রেফতার করেছি। আশা করি পুলিশ প্রশাসনের মাধ্যমে শিগগির সঠিক ঘটনা উদঘাটন করতে পারব।’ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারছে না। তিন কার্যদিবস অনুযায়ী আজ রবিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু মন্দবাগ রেলস্টেশন মাস্টার জাকের হোসেন চৌধুরী ও তূর্ণা নিশীথার লোকোমাস্টার তাসের উদ্দিন এবং সহকারী লোকোমাস্টার অপু দের সঙ্গে এখনো কথা বলতে না পারায় তদন্তকাজ অসম্পূর্ণ রয়ে গেছে। তারাসহ দুর্ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য  রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান মিতু মরিয়ম। স্টেশন মাস্টার জাকের হোসেন চৌধুরী রেলওয়ের নিজস্ব তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার জন্য চট্টগ্রামে রয়েছেন। আর দুর্ঘটনার পর থেকে তূর্ণা নিশীথার লোকোমাস্টার তাসের উদ্দিন ও সহকারী  লোকোমাস্টার অপু দের সন্ধান পায়নি তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান মিতু মরিয়ম বলেন, ‘এখনো তদন্তকাজ শেষ করতে পারিনি। স্টেশন মাস্টারসহ রেলওয়ের সংশ্লিষ্ট কারও সঙ্গে আমরা কথা বলতে পারিনি। স্টেশন মাস্টার চট্টগ্রাম থেকে আসার পর কথা হবে। যদি কথা বলতে না পারি তাহলে দেখা যাক কী করা যায়। আমরা রেলওয়েকে চিঠি দিয়েছি সবার সঙ্গে কথা বলিয়ে  দেওয়ার জন্য। কারণ আমরা ব্যক্তিগতভাবে কাউকে খুঁজে বের করতে পারছি না। স্টেশন মাস্টার লগশিটে কী দিয়েছিলেন এগুলো  কোনোকিছুই আমরা ঘটনাস্থলে গিয়ে পাইনি। সেজন্য রবিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া নাও হতে পারে।’

মানববন্ধন-স্মারকলিপি : ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পর্যন্ত রেলপথে একটি বিরতিহীন আন্তনগর ট্রেন চালু ও আন্তনগর বিজয় এক্সপ্রেস এবং কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় ঘণ্টাব্যাপী জেলা নাগরিক ফোরামের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

সর্বশেষ খবর