রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

বিয়েতে উপহার দেওয়া হলো পিয়াজ

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালখড়পাড় গ্রামে বিয়েতে পিয়াজ উপহার দিয়েছেন বরের বন্ধুরা। পাঁচ কেজি পিয়াজ রেপিং পেপারে মুড়িয়ে উপহার হিসেবে দেওয়া হয়। যা নিয়ে ইতিমধ্যে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পিয়াজ  উপহার দেওয়ার একটি ৩২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সূত্র জানায়, কালখড়পাড় গ্রামের আলহাজ আবদুর রহিম মিয়ার ছেলে বিদ্যুৎ বিভাগে কর্মরত এমদাদুল হক রিপনের বিয়ের বৌভাত শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরের বন্ধু শহিদ, শাহজাহান ও শিপন  রেপিং পেপারে মুড়িয়ে ২০০ টাকা দরে পাঁচ কেজি পিয়াজ উপহার হিসেবে দেন। কথা হয় পিয়াজ উপহার দেওয়া শহিদ, শাহজাহান ও রিপনের সঙ্গে। তারা জানান, গত কয়েক দিন ধরে পিয়াজের যে দাম বাজারে তাতে প্রতীকী প্রতিবাদ স্বরূপ বন্ধু রিপনের বৌভাত অনুষ্ঠানে পিয়াজ উপহার দিলাম। আমরা সাধারণ উপহার হিসেবে একটু দামি কিছু দেই। বর্তমানে পিয়াজ সবচেয়ে দামি। তাই বন্ধুর বিয়েতে পিয়াজ উপহার দিয়েছি। আশা করি পিয়াজগুলো পেয়ে বন্ধুর খুব উপকার হবে। কালখড়পাড় গ্রামের প্রবীণ ব্যক্তি আলহাজ বাচ্চু মিয়া বলেন, ৮০ বছর বয়সে পিয়াজের এমন অস্বাভাবিক দাম আর দেখেননি। আর এত দামি জিনিস বিয়ের উপহার হিসেবেই মানায়।

সর্বশেষ খবর