রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
ছাত্রলীগের পিটুনিতে হাত ভাঙল মাথা ফাটল ছাত্রের

উত্তাল রাবি ক্যাম্পাস

রাবি প্রতিনিধি

সোহরাব মিয়া নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রকে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে ছাত্রলীগের দুই কর্মী। মারধরে সোহরাবের মাথা ফেটেছে এবং বাম হাতের দুই জায়গা ভেঙে গেছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে এ মারধরের ঘটনা ঘটে। সোহরাব বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন। মারধরে অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মী হলেন আসিফ লাক ও হুমায়ুন কবির নাহিদ। তারা জোহা হল শাখা ছাত্রলীগের দায়িত্বে রয়েছেন এবং রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোহরাবের বাম হাতের কনুইয়ের ওপর ও নিচে দুই জায়গা ভেঙে গেছে। মাথায় ১৫টি সেলাই দেওয়া হয়েছে। রক্তক্ষরণ হওয়ায় আপাতত এক ব্যাগ রক্ত দিয়ে তার সিটিস্ক্যান করানো হয়। মহাসড়ক অবরোধ : প্রতিবাদে গতকাল বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটকের সামনে গিয়ে অবস্থান করে। এ সময় তারা সোহারাবকে হামলাকারী ছাত্রলীগ কর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও গ্রেফতারসহ চার দফা দাবি জানায় শিক্ষার্থীরা। পরে বিশ^বিদ্যালয় প্রশাসনের আশ^াসে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করে। ছাত্রলীগের তদন্ত কমিটি : এ ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

এদিকে অভিযুক্ত আসিফ ও নাহিদের বক্তব্য জানতে কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগেরর চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানিয়েছেন, সোবরাবের ওপর যারা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করতে অভিযান চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর