মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ক্রেতাদের কাছে ন্যায্য দাম চাই : ড. রুবানা হক

ক্রেতাদের কাছে ন্যায্য দাম চাই : ড. রুবানা হক

ক্রেতাদের কাছে পোশাক পণ্যের ন্যায্য দামের নিশ্চয়তা চেয়েছেন, এই শিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। তিনি বলেছেন, ক্রেতারা ইথিক্যাল ফ্যাশন বা নৈতিক পোশাক কিনতে খুব বেশি মনোযোগ দিচ্ছেন। কিন্তু তাদের কাছে সেই নৈতিক পোশাকের নৈতিক মূল্য যখন আমরা চাই, তখন সেই মূল্যটা আমরা পাই না। আমাদের সবুজ পোশাক কারখানাগুলো বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে এখন পণ্যের নৈতিক মূল্য পাচ্ছেন না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। দেশের শীর্ষ স্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মোহাম্মদী গ্রুপের এই কর্ণধার বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার কারণে পোশাক পণ্যের ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। এই শিল্পের সুরক্ষা এখন খুবই জরুরি। আমাদের অবশ্যই নতুন ক্রেতা ও বাজার সম্প্রসারণে মনোযোগী হতে হবে। তিনি বলেন, রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্পের চার শতাধিক কারখানা ভয়াবহ সংকটে রয়েছে। ছোট ও মাঝারি কারখানাগুলো সবচেয়ে বেশি বিপদে পড়েছে। গত কয়েক মাসে অর্ধ শত পোশাক কারখানা বন্ধ হয়েছে। গত এক বছরে অর্ডার অনেক কমেছে। বড় কারখানাগুলোতে সক্ষমতা অনুযায়ী কাজ কম রয়েছে। ফলে ২৫ হাজার ৪৫৩ জন শ্রমিক চাকরি হারিয়েছেন। কমপ্লায়েন্সের চাপে চার শতাধিক পোশাক কারখানার মালিকরা সবচেয়ে বেশি অসহায়ত্ববোধ করছেন। একদিকে ক্রেতাদের চাপ, আরেকদিকে কমানো হচ্ছে পোশাকের মূল্য। এটা ভয়ঙ্কর বিপদ। মালিকরা এখন ১০ শতাংশ হারে কারখানার সক্ষমতা কমিয়ে আনছেন।

সর্বশেষ খবর