মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
দুই স্থানে নিহত ২

জেল থেকে বেরিয়েই বন্দুকযুদ্ধে

প্রতিদিন ডেস্ক

ঝিনাইদহের হরিণাকুন্ডু এবং চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে গতকাল ২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ও অপরজন  ডাকাতি মামলায় জেল থেকে মুক্তি পাওয়া ব্যক্তি। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর- ঝিনাইদহ : হরিণাকুন্ডুতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাদশা হোসেন নামে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক  নেতা নিহত হয়েছেন। রাত ২ টার দিকে উপজেলার তেঁতুলিয়া ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, পুলিশের একটি টহল দল তেঁতুলিয়া এলাকায় গেলে সন্ত্রাসীরা  বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ২০ মিনিটি গুলি বিনিমিয় হয়। শেষে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলবিদ্ধ বাদশা হোসেনকে উদ্ধার করা হয়। পরে তাকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১ টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহতের নামে হরিণাকুন্ডুসহ বিভিন্ন থানায় ১০ টির অধিক মামলা রয়েছে। নিহত বাদশা হোসেন একই উপজেলার জোড়াপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। চট্টগ্রাম : দীর্ঘ একযুগ সাজা খেটে তিনমাস আগে জেল থেকে বের হয়ে ফের ডাকাতিসহ অপকর্মে লিপ্ত হলে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন আবদুুল আজিজ (৪৫) নামে এক ব্যক্তি। চারদিন আগে দিনেদুপুরে চট্টগ্রাম নগরীর একটি বাসায় সংঘটিত ডাকাতির ঘটনার জের ধরে পুলিশের সঙ্গে এই বন্দুকযুদ্ধ হয় বলে জানা গেছে। রাত আড়াইটার দিকে নগরীর খুলশী থানার একটি আবাসিক এলাকার পেছনে ঢেবারপাড়ে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী। তিনি বলেন, খুলশীতে সংঘটিত একটি ডাকাতির ঘটনার পর ডাকাত লিডার আজিজকে গ্রেফতারের জন্য খুঁজছিলাম। রাতে নাসিরাবাদ প্রপার্টিজের পেছনে ঢেবারপাড় এলাকার তার উপস্থিতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। সে সময় আজিজ ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করলে তারা পিছু হটে। পরে ঢেবারপাড়ের একটি টিলার ওপর আজিজের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের সময় তিনজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। আজিজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।

সর্বশেষ খবর