মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পিয়াজ কেনার ভিড়ে গুলি, আহত পথচারী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পিয়াজ বিক্রির সময় গুলিবিদ্ধ হয়েছেন এক পথচারী। তাকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। অসাবধানতাবশত শটগান থেকে গুলি বের হয়ে চন্দ্রকান্ত সিংহ নামের ওই ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করছে পুলিশ। তা ছাড়া ধাক্কাধাক্কির সময় পড়ে গিয়ে এক নারী আহত হয়েছেন। গতকাল নগরের রিকাবিবাজারে কবি নজরুল অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, ১৫ নভেম্বর শহরতলির বটেশ্বর থেকে চোরা পথে ভারতীয় ১৮০ মণ পিয়াজ জব্দ করে র‌্যাব। ওই পিয়াজ শাহপরান থানায় হস্তান্তর করা হয়। এগুলো টিসিবির মাধ্যমে বিক্রির নির্দেশ দেয় আদালত। সে অনুযায়ী গতকাল টিসিবির মাধ্যমে রিকাবিবাজারের কবি নজরুল অডিটোরিয়াম, কিন ব্রিজের উত্তর প্রান্ত ও দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্টে প্রতি কেজি ৪৫ টাকায় বিক্রি করা হয়। সস্তায় পিয়াজ কিনতে সকাল ১০টা থেকে ক্রেতাদের দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা গেছে। দুপুর সোয়া ১টার দিকে কবি নজরুল অডিটোরিয়ামের সামনে লাইনে দাঁড়ানো ক্রেতাদের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দায়িত্বরত এক পুলিশ সদস্যের শর্টগানের গুলিতে আহত হন চন্দ্রকান্ত সিংহ নামে এক পথচারী। তা ছাড়া ধাক্কাধাক্কির সময় পড়ে গিয়ে এক নারী আহত হন। আহত চন্দ্রকান্তকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। আর নারীকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর