মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভেঙে গেল এলডিপিও

নিজস্ব প্রতিবেদক

ভেঙে গেল বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। গত ৯ নভেম্বর কর্নেল (অব.) অলি আহমদকে সভাপতি এবং ড. রেদোয়ান আহমেদকে মহাসচিব করে এলডিপির নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি থেকে বাদ পড়েন দলটির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তারপর থেকেই মূলত দলটির মধ্যে ভাঙনের সুর ওঠে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এলডিপির পদবঞ্চিত নেতারা সংবাদ সম্মেলন করে অলি আহমদ এবং রেদোয়ান আহমেদ কমিটির বিপরীতে পাল্টা সাত সদস্যের একটি সমন্বয় কমিটি ঘোষণা করেন। এলডিপির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এই কমিটি ঘোষণা করেন। সমন্বয় কমিটির সভাপতি হিসেবে আবদুল করিম আব্বাসীর নাম ঘোষণা করা হয় এবং সদস্য সচিব হন সেলিম। সেলিম বলেন, বিএনপি যদি আমাদের আমন্ত্রণ জানায় তাহলে আমরা এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যুক্ত হব।

এলডিপিকে অন্য কারও নেওয়ার সুযোগ নেই : এদিকে লিবারেল  ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ (অব.) বীর বিক্রম বলেছেন, এলডিপি নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত এক নম্বর রাজনৈতিক দল। গত ১২ বছর ধরে আমি এই দলের সভাপতি। সুতরাং এই রাজনৈতিক দলকে অন্য কারও নেওয়ার আইনগত সুযোগ নেই; এমনকি কোনো অধিকারও নেই। এলডিপির নিবন্ধন আমার নামে। ফলে আমার দলই মূল দল। গতকাল জাতীয় প্রেস ক্লাবে পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় মুক্তিমঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ প্রমুখ। অলি আহমদ বলেন, এলডিপির কোনো ত্যাগী নেতাকে বঞ্চিত করিনি। বরং এলডিপির সাবেক যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম সবসময় নিজেকে সিনিয়র যুগ্ম মহাসচিব বলে পরিচয় দিতেন। অথচ আমার দলের গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র যুগ্ম মহাসচিবের কোনো পদ নেই। পদ আছে যুগ্ম মহাসচিব। আরেক প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, তারা দলের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিংবা দল  থেকে বহিষ্কার করার পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে। আরেকটি দল হলো। তারা প্রেস ক্লাবে, ফুটপাথে বসে নানা কর্মসূচি পালন করবে। এতে অনেকের সুবিধা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর