বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
প্রকৃতি

হাওরাঞ্চলের পাখি মেটেবুক ঝিল্লি

আলম শাইন

হাওরাঞ্চলের পাখি মেটেবুক ঝিল্লি

পাখির বাংলা নাম, ‘মেটেবুক ঝিল্লি’। ইংরেজি নাম, ‘Slaty-breasted rail’। বৈজ্ঞানিক নাম, ‘Gallirallus striatus albiventer’। এরা ‘পাটকিলেমাথা রেইল’ নামেও পরিচিত। আবার অঞ্চলভেদে ‘ঢেউর’ নামে পরিচিত। এটি স্থানীয় প্রজাতির অসুলভ দর্শন পাখি। দেখতে ডাহুকের মতো হলেও এরা ভিন্ন প্রজাতির। মূলত এদের আবাসস্থল হাওরাঞ্চলে হলেও সুন্দরবনের আশপাশে নজরে পড়ে। অল্প সংখ্যক নজরে পড়ে দেশের অন্যান্য বনজঙ্গল ঘেরা জলাশয়ে। উত্তেজিত হলে বা ভয় পেলে এরা পেঙ্গুইনের মতো সোজা হয়ে দাঁড়িয়ে যায়। ওই সময় ঠোঁট থাকে আকাশমুখী। তখন ‘ঢেরর-ঢেরর’ শব্দে চেঁচায়। উত্তেজনা কমে এলে বিড়ালের মতো নিঃশব্দে চলাফেরা করে। খোশ মেজাজে থাকলে পানিতে সাঁতরে বেড়ায়। সাঁতারে বেশ দক্ষ এরা।  জোড়ায় জোড়ায় খুব কম দেখা যায়, সাধারণত একাকী চলাফেরা করে। এর গড় দৈর্ঘ্য ২৭ সেন্টিমিটার। ঠোঁট লম্বা লালচে-কালো মিশ্রণ। কপাল থেকে ঘাড়ের নিচ পর্যন্ত পাটকিলে বর্ণ। বুক ব্যতীত সব শরীর কালো, তার ওপর অসংখ্য সাদা ফুটকি ও টান। গলা সাদাটে। গলার নিচ থেকে তলপেটের আগ পর্যন্ত স্লেট রঙের বা মেটে বর্ণের, ওপরে রয়েছে একই বর্ণের আড়াআড়ি ভাঙা ভাঙা রেখা।

লেজ খাটো। লম্বা পা জলপাই-ধূসর। স্ত্রী-পুরুষ দেখতে এক রকম হলেও সামান্য তফাৎ রয়েছে। যেমন স্ত্রী পাখির পেটের দিকটা সাদাটে। অপরদিকে দেহের বর্ণে পুরুষ পাখির মতো অত চাকচিক্যতা নেই।

প্রধান খাবার : জলজ পোকা, ছোট চিংড়ি, ঘাস, বীজ ইত্যাদি। তবে ল্যাদাপোকা ও কচড়া পোকার প্রতি আসক্তি বেশি। প্রজনন সময় ঘনিয়ে এলে জলাশয় এলাকার ঝোপ জঙ্গলে অথবা নলবনের ভিতরে বাসা বাঁধে। ডিম পাড়ে ৫-৭টি। ডিম ফুটতে সময় লাগে ১৯-২২ দিন।

সর্বশেষ খবর