বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে রিপোর্ট

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এ প্রকাশিত প্রতিবেদনের জের ধরে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। গতকাল ওই চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পিয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকার মধ্যেই    গত সপ্তাহে চিকন চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা করে বাড়তে থাকে। ১৮ নভেম্বর বাংলাদেশ প্রতিদিনে ‘হঠাৎ চাল নিয়ে চালবাজি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সিদ্ধ সরু চাল রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা চেয়ে ১৯ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। মন্ত্রণালয়ের চিঠির সঙ্গে বাংলাদেশ প্রতিদিন-এর ওই প্রতিবেদনটির কাটিংও সংযুক্ত করা হয়।

চিঠিতে বলা হয়, ‘গত ১৮ নভেম্বর পর্যন্ত সরকারি গুদামে ১৪ লাখ ৬৩ হাজার ৭১১ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে। তাছাড়া চলতি আমন মৌসুম থেকে ১০ লাখ মেট্রিক টন ধান-চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। বাজারমূল্য স্থিতিশীল রাখতে খোলাবাজারে (ওএমএস) চাল-আটা বিক্রি করা হচ্ছে। ভোক্তার চাহিদা কম থাকায় ডিলাররা সিদ্ধ মোটা চাল বিক্রি করতে অনীহা দেখাচ্ছেন। ফলে চালের বাজারে ঊর্ধ্বগতির কোনো যৌক্তিক কারণ নেই। এরপরও সরু চালের চাহিদা বেশি থাকায় বাজার দর বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টি উদ্বেগজনক যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সে কারণে সিদ্ধ সরু চালের রপ্তানি আপাতত বন্ধ রাখা আবশ্যক।’ এ বিষয়ে খাদ্য অধিদফতরের মহাপরিচালক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের দেশ থেকে চিকন যে সরু চাল রপ্তানি হয়, তার দাম কিছুটা বেড়েছে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা সরু চালের ওপর নিষেধাজ্ঞা জারির জন্য মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছি।

সর্বশেষ খবর