বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে সেই বিস্ফোরণ যে কারণে

তদন্ত প্রতিবেদন প্রকাশ আজ

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের গ্যাস বিস্ফোরণে সাতজনের মৃত্যু এবং ১০ জন আহত হওয়ার ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত প্রতিবেদন আজ প্রকাশ করার কথা। আজ সকালে তদন্ত কমিটির প্রধান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফ হোসেনের কার্যালয়ে বৈঠক শেষে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক বরাবরে জমা দেওয়ার কথা। তবে তদন্ত সংশ্লিষ্ট একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, বিস্ফোরণের মূল উৎস ভবনের নিচতলার পার্শ্ববর্তী স্থানে থাকা গ্যাসের ‘পুরনো লাইন’। সেপটিক ট্যাংক বা অন্য কোনো কারণে নয়। জানা যায়, জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি গত সোম এবং মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন, ঘটনার প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলা, চমেক হাসপাতালে আহতদের জবানবন্দি নেওয়া, বড়ুয়া ভবন এবং ভবনের  আশপাশের বাসিন্দাদের বক্তব্য গ্রহণ করেছে। তাছাড়া তদন্ত কমিটিতে থাকা স্থানীয় কাউন্সিলর, সিডিএ-কর্ণফুলী গ্যাস-বিস্ফোরক কর্তৃপক্ষ ও পুলিশ প্রতিনিধির পৃথক মতামত নেওয়া হয়েছে। এসব মতামত নিয়ে আজ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে বৈঠক হওয়ার কথা। পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল বালি বলেন, আমরা সবার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। হাসপাতালে গিয়ে আহতদের জবানবন্দি রেকর্ড করেছি। তদন্ত কমিটির সবাই মতামত দিয়েছি। আমাদের পর্যবেক্ষণ হলো- সন্ধ্যারানী পূজা দিতে গিয়ে দিয়াশলাইয়ের কাঠি মারার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। তাই আমাদের ধারণা ওই পূজার ঘরটিতেই গ্যাসের নিঃসরণ হচ্ছিল। কারণ এর পাশেই আছে ৩-৪ ফুট আয়তনের করিডর। সেখানে আছে গ্যাসের পুরনো লাইন। হয়তো ওই লাইন থেকেই গ্যাস নিঃসরণ হচ্ছিল। বিষয়টি আমরা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছি। আমাদের ধারণা ছিল পূর্ব থেকেই সেখানে কেউ মাইন জাতীয় কিছু পুঁতে রেখেছে।

 কিন্তু মাইন হলে তো গর্ত হয়ে যায়। এখানে তা হয়নি। প্রসঙ্গত, গত রবিবার কোতোয়ালি থানার পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বড়ুয়া ভবনের নিচতলায় বিস্ফোরণে নারী ও কিশোরসহ সাতজনের মৃত্যু এবং ১০ জন আহত হয়।  

সর্বশেষ খবর