বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সাগিরা মোর্শেদ হত্যা তদন্তে পিবিআইকে দুই মাস সময়

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের সামনে প্রায় ৩০ বছর আগে সাগিরা মোর্শেদ হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলা অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আরও ৬০ দিন সময় দিয়েছে  হাই কোর্ট। গতকাল পিবিআইর আবেদনের পর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী। এর আগে ২৬ জুন এ মামলার ওপর ২৮ বছর ধরে থাকা স্থগিতাদেশ তুলে নেয় হাই কোর্ট। একই সঙ্গে ৬০ দিনের মধ্যে পিবিআইকে অধিকতর তদন্ত শেষ করতে নির্দেশ দেয়। জানা যায়, সাগিরা মোর্শেদ সালাম ১৯৮৯ সালে ভিকারুননিসা নূন স্কুল থেকে মেয়েকে আনতে যান। সিদ্ধেশ্বরী রোডে দুর্বৃত্তরা তাকে গুলি করে।

সর্বশেষ খবর