বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
রোহিঙ্গা ইস্যুতে মামলা

আন্তর্জাতিক আদালতে লড়বেন সু চি

প্রতিদিন ডেস্ক

আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হতে নেদারল্যান্ডসের হেগে যাচ্ছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। সূত্র : রয়টার্স। গতকাল সু চির দফতরের ফেসবুক পেজে বলা হয়েছে, মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি রোহিঙ্গা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দায়ের হওয়া মামলায় দেশটির পক্ষে আইনি লড়াইয়ের জন্য টিম গঠিত হয়েছে। সেই টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অং সান সু চি। ফেসবুক পেজে আরও বলা হয়, গাম্বিয়ার করা মামলা মোকাবিলার জন্য মিয়ানমার প্রখ্যাত আন্তর্জাতিক আইনজীবীদের নিয়োজিত করছে। আইনজীবীদের দলের নেতৃত্ব দেবেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সু চি। মিয়ানমারের জাতীয় স্বার্থের পক্ষে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) লড়বেন তিনি।

উল্লেখ্য, মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা করার এক মাসের মধ্যে আইসিজে এ বিষয়ে শুনানি ডেকেছে। আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর এ নিয়ে গাম্বিয়া ও মিয়ানমার দুই দফা শুনানি ও পাল্টা-শুনানিতে অংশ নেবে। এর মধ্য দিয়ে মোটামুটি দ্রুততম সময়ের মধ্যেই বিচারপ্রক্রিয়া শুরু হলো।

সর্বশেষ খবর