শিরোনাম
শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এবার কিশোরগঞ্জে ট্রেন লাইনচ্যুত

প্রতিদিন ডেস্ক

কিশোরগঞ্জে ট্রেন লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর ফের রেল যোগাযোগ শুরু হয়েছে। ভৈরব জিআরপি থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে লাইনচ্যুত বগি লাইনে তোলার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বিডিনিউজ।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব বাজার রেল জংশনের আউটার সিগন্যালের কাছে চট্টগ্রামগামী নাসিরাবাদ মেইল লাইনচ্যুত হলে ট্রেন চলা বন্ধ হয়ে যায়। এতে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে, ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনটি কুলিয়ার চরে, কিশোরগঞ্জগামী এগারসিন্দুর এক্সপ্রেস টেন দৌলতকান্দিতে, ভৈরবগামী ময়মনসিংহ লোকাল ট্রেনটি কিশোরগঞ্জ রেলস্টেশনে আটকা পড়ে। ওসি ফেরদৌস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে বেলা সাড়ে ৩টার দিকে আখাউড়া থেকে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধারকাজ শুরু করে। চলতি মাসে সেখানে তিনবার ট্রেন লাইনচ্যুত হয়েছে বলে তিনি  জানান। উল্লেখ্য, এ মাসেই ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনের সংঘর্ষে ১৬ জন প্রাণ হারান; আহত হন অর্ধশতাধিক। এ ছাড়া ১৪ নভেম্বর সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়।

সর্বশেষ খবর