রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সোনার দাম বেড়েছে ভরিতে হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

সোনার দাম বেড়েছে ভরিতে হাজার টাকা

দেড় মাসের ব্যবধানে ভরিতে সোনার দাম এক হাজার ১৬৬ টাকা করে বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির সোনার দাম। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে আজ থেকে নতুন দামে সোনার তৈরি অলঙ্কার ও সোনা বিক্রি হবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন মূল্য তালিকা অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম করা হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। আগে ছিল ৫৬ হাজার ৮৬২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৫৫ হাজার ৬৯৬ টাকা। আগে ছিল ৫৪ হাজার ৫২৯ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছে ৫০ হাজার ৬৮০ টাকা যা আগে ছিল ৪৯ হাজার ৫১৩ টাকা। তবে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এখনো ২৯ হাজার ১৬০ টাকাই রয়েছে। আর ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার প্রতি ভরির দাম ৯৩৩ টাকা।

সর্বশেষ খবর