রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পিয়াজের দাম ফের বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমার, মিসর ও তুরস্ক থেকে আমদানি শুরু হওয়ায় পিয়াজের দাম কিছুটা কমে ২০০-এর নিচে নামলেও   আবার নতুন করে দাম বাড়া শুরু হয়েছে। গত দুই দিনে খুচরা বাজারে ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে পিয়াজের দাম। দোকানিরা বলছেন, পাইকারি বাজারে ফের দাম বেড়ে যাওয়ায় তারা কমে বিক্রি করতে পারছেন না। গতকাল শুধু খুচরা মুদি দোকানগুলোতেই নয়, কয়েকটি সুপার শপে ২১০ টাকায় পিয়াজ বিক্রি হতে দেখা গেছে। যদিও চলতি সপ্তাহের শুরু থেকেই রাজধানীর বিভিন্ন বাজারে দেশি-বিদেশি সব ধরনের পিয়াজের মূল্য কমতে দেখা যায়। ভারত পিয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় সম্প্রতি প্রতি কেজি পিয়াজের দাম ২৫০ টাকায় পৌঁছায়। এরপর সরকার মিয়ানমার, মিসর ও তুরস্ক থেকে পিয়াজ আনার সিদ্ধান্ত নেয়। জরুরি ভিত্তিতে আকাশপথে পিয়াজ আনা শুরু হয়। গত শুক্রবার টার্কিশ এয়ারলাইনসযোগে সিটি গ্রুপের একটি পিয়াজের চালান ঢাকায় পৌঁছায়। আগামী সোমবার আরেকটি চালান আসার কথা। সরকারের নানা উদ্যোগে ভালোমানের দেশি পিয়াজের দাম প্রতি কেজি ১৮০ ও নিম্নমানের পিয়াজ ১২০ টাকায় বিক্রি হয়। কিন্তু গত শুক্রবার ফের পাইকারি ও খুচরা বাজারে পিয়াজের দাম বাড়া শুরু করে। গতকাল মানভেদে দেশি পিয়াজ ১৭০ থেকে ২১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মিয়ানমার, মিসর ও তুরস্ক থেকে আনা পিয়াজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা কেজি দরে। আর বাজারে ওঠা পাতাসহ নতুন পিয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি পিয়াজের সংকট রয়েছে। নতুন পিয়াজ না ওঠা পর্যন্ত দেশি পিয়াজের দাম খুব একটা কমবে বলে মনে হয় না।

 তবে আমদানির কারণে অন্য পিয়াজের দাম কমলে দেশি পিয়াজের দামও কিছুটা কমবে। এদিকে গতকাল রাজধানীতে এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী ১০ দিনের মধ্যে পিয়াজের দাম কমবে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর