সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

খাসিয়াদের বর্ষ বিদায়-বরণ উৎসব

মৌলভীবাজার প্রতিনিধি

খাসিয়াদের বর্ষ বিদায়-বরণ উৎসব

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে খাসিয়া সম্প্রদায়ের নারী-পুরুষরা গত শনিবার বর্ষ বিদায় উৎসব ‘খাসি সেঙ কুটস্যাম’ এবং গতকাল নতুন বর্ষবরণ উৎসব ‘স্ন্যাম থাইমি’ পালন করেছেন। এই উৎসব ঘিরে সিলেট বিভাগের অর্ধশত খাসিয়া পুঞ্জি থেকে কয়েক হাজার নারী-পুরুষ-শিশু মিলিত হন কমলগঞ্জের মাগুরছড়া পুঞ্জির মাঠে। ‘খাসি সোশাল কাউন্সিলের’ আয়োজনে শনিবার বর্ষবিদায় অনুষ্ঠানের পর গতকাল সকালে তারা বরণ করে  নেন নতুন বছরকে। সারা বছর যেন ভালো ফসল  মেলে- সেই প্রার্থনায় তারা নতুন ফসলের নৈবদ্য  দেন ঈশ্বরের নামে। উৎসবের মূল আকর্ষণ ছিল ঐহিত্যবাহী পোশাকে নাচ-গান, তেল মাখানো বাঁশে চড়ার প্রতিযোগিতা, পান গোছানো প্রতিযোগিতা, পুকুরে বড়শি দিয়ে মাছ শিকার, তীর-ধনুক খেলা, গুলতি চালানো, র‌্যাফেল ড্র ও মেলা। বর্ষ বিদায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরীন। খাসি সোসিয়্যাল কাউন্সিলের সভাপতি ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিসর প্রধান সুচিয়াং-এর সভাপতিত্বে এবং লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলা পত্নী, খাসি সোসিয়্যাল কাউন্সিলের সেক্রেটারি এলিসন সুঙ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায়, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপারসন পিডিশন প্রধান সুচিয়াং, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটিসহ সিলেট বিভাগের বিভিন্ন খাসিয়া পুঞ্জির হেডম্যানরা। মাগুরছড়া ইয়ুথ ক্লাবের সভাপতি ফরলী মিয়াঙ, খাসি সোশাল কাউন্সিলের তথ্য সম্পাদক সাজু মারছিয়াঙ বলেন, এ উৎসবের মাধ্যমে তাদের বিলুপ্ত প্রায় সংস্কৃতি ও খেলাধুলাকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিশন প্রধান সুচিয়াং ও লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলা পত্নী জানান, ব্রিটিশ শাসন আমল থেকে ভারতের মেঘালয় রাজ্যে ২৩ নভেম্বর খাসি বর্ষ বিদায় ‘খাসি সেঙ কুটস্যাম’ পালন করা হয়। পরদিন ২৪ নভেম্বর থেকে শুরু হয় খাসি বর্ষ বরণ (¯œ্যাম থাইমি)।

সর্বশেষ খবর