সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

৩২ বাংলাদেশিকে পুশব্যাক করল বিএসএফ

কলকাতা প্রতিনিধি

অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত ৩২ বাংলাদেশি নাগরিককে পুশব্যাক করেছে ভারত। গতকাল সকালে দৌলতপুর সীমান্ত দিয়ে বিএসএফ তাদের পুশব্যাক করে। এদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৩ জন নারী ও দুজন শিশু রয়েছে। এর আগে শনিবার বিকালে হাওড়ায় ওই বাংলাদেশিরা পৌঁছোনোর পরই বেআইনিভাবে পুশব্যাকের অভিযোগ তুলে হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখায় মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন অব প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটসের কর্মীরা। তাদের অভিযোগ, আইন অনুযায়ী কোনো ব্যবস্থা না নিয়ে বেআইনি ও অমানবিকভাবে বাংলাদেশে তাদের পুশব্যাক করা হচ্ছে। পুলিশ তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে বলেও অভিযোগ করেন মানবাধিকার কর্মীরা। তাদের অভিযাগ, বাংলাভাষী মানুষদের ‘বাংলাদেশি’ আখ্যায়িত করে তাদের উৎখাত করে কলোনি খালি করতে চাইছে সরকার। এ কারণেই কখনো তাদের বাংলাদেশি, কখনো অনুপ্রবেশকারী বলা হচ্ছে।

সর্বশেষ খবর