সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
তদন্ত প্রতিবেদন প্রকাশ

লিকেজ গ্যাস লাইন থেকেই চট্টগ্রামে ভবনে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বড়ুয়া ভবনে ‘গ্যাস লাইন থেকে বিস্ফোরণ ঘটেনি’ বলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি দাবি করলেও জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, লিকেজ গ্যাস লাইন থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ তদন্ত প্রতিবেদন গতকাল বিকালে প্রকাশ করা হয়। এতে বিস্ফোরণে সাতজনের মৃত্যু এবং ১০ জন আহত হওয়ার ঘটনায় ১৩ পৃষ্ঠার বিবরণ তুলে ধরা হয়। একই সঙ্গে নকশাবহির্ভূত অনিয়ম-ত্রুটি নিয়ে ভবন নির্মাণ করায় বাড়ির মালিককেও অভিযুক্ত করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই ভবনের নিচতলায় অতিরিক্ত দুটি কক্ষ ছিল। এর পাশেই ছিল ২০-২৫ বর্গফুটের একটি খালি স্থান। খালি স্থানেই ছিল গ্যাসের রাইজার। রাইজার থেকে পাইপলাইনের মাধ্যমে বাসায় যায় গ্যাস। কিন্তু লাইনটি ছিল পুরনো, ছিল লিকেজ এবং রাইজারটিও ছিল একটি পলিথিন দিয়ে মোড়ানো। সেই খোলা স্থানে আগে থেকেই গ্যাস নিঃসরণ হচ্ছিল।             

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফ হোসেন এ বিষয়ে বর্ণনা দেন। তদন্ত প্রতিবেদনে পাঁচটি সুপারিশ এবং গ্যাস নিঃসরণের সুনির্দিষ্ট কারণও উল্লেখ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল বালি, কোতোয়ালি থানার ওসি মো. মহসিন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফ হোসেন বলেন, ‘আমরা তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক বরাবরে জমা দিয়েছি। একই সঙ্গে এ ব্যাপারে প্রয়োজনীয় সুপারিশও করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তাছাড়া ভবন মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘এ ঘটনায় বাড়ির মালিক দায় এড়াতে পারেন না। এখানে সিডিএর নকশা না মেনেই ভবন বর্ধিত করা হয়েছে। বর্ধিত স্থান যদি উন্মুক্ত থাকত এ দুর্ঘটনা হয়তো ঘটত না।’ তদন্ত প্রতিবেদনে বিস্ফোরণের কারণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে, ‘ত্রুটিপূর্ণ গ্যাস রাইজার পরবর্তী জিআই অংশ থেকে রান্নার জন্য প্রাকৃতিক মিথেন গ্যাস বন্ধ শূন্যস্থানে বিপুল পরিমাণে জমা হয়ে ২ নম্বর কক্ষে প্রথমে প্রবেশ করে। সেখানে সকালে পূজার জন্য জ্বালানো ম্যাচের কাঠি থেকে এই বিপুল বিস্ফোরণ হয়, যা মুহূর্তেই ঘরের রাস্তার পাশের দেয়াল ও পূর্ব পাশের দেয়াল উড়িয়ে নিয়ে রাস্তায় ফেলে।’ প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর সকাল ৮টা ৪৫ মিনিটে নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বড়ুয়া ভবন নামে একটি পাঁচতলা বাড়ির নিচতলায় বিস্ফোরণে দেয়াল বিধ্বস্ত হয়। বিস্ফোরণে নারী ও কিশোরসহ সাতজনের মৃত্যু এবং আহত হন ১০ জন। এ সময় আশপাশের আরও কয়েকটি বাসা এবং দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়।

সর্বশেষ খবর