সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
স্বাস্থ্য পরামর্শ

ঘরকে স্বাস্থ্যসম্মত রাখার সহজ উপায়

প্রতিদিন ডেস্ক

পোকামাকড় নেই এমন বাসা পাওয়া ভার। পোকামাকড় একবার বাড়িতে ঘাঁটি গেঁড়ে বসলে তা দূর করা কঠিন। তবে ঘরকে পোকামুক্ত করা যে অসম্ভব, তা কিন্তু নয়। একটু সচেতন হলেই এ সমস্যা দূর করা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক ঘরকে পোকামুক্ত স্বাস্থ্যসম্মত রাখার কিছু সহজ উপায়। ভিনেগার দিয়ে দূর করতে পারেন পোকামাকড়। এক অংশ ভিনেগার এবং দুই অংশ পানি মিশিয়ে নিন। এ মিশ্রণটি ঘরের আনাচে-কানাচে ব্যবহার করুন। দেখবেন পোকার বংশ ধ্বংস হয়ে গেছে। শসা দূর করে তেলাপোকা : শসা কাটার সময়ে দুপাশের অংশ আমরা ফেলেই দেই। এগুলো না ফেলে সংরক্ষণ করুন। এগুলোকে রেখে দিন বিভিন্ন কোনায়, কাপবোর্ডের ভিতরে, আলমারির ভিতরে। এগুলোতে থাকা প্রাকৃতিক উপাদান তেলাপোকা পছন্দ করে না, ফলে তারা এসব জায়গায় আসবে না। গোল মরিচের পেস্ট : তেলাপোকা নামের যন্ত্রণাদায়ক উপদ্রবের হাত থেকে রেহাই করবে একটি পেস্ট। গোলমরিচ গুঁড়া, পিয়াজ, রসুন এবং পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন। পেস্ট কিছুটা তরল করে তৈরি করবেন। এবার এটি সোপ্রর বোতলে ভরে রাখুন। যেখানে তেলাপোকা দেখবেন সেখানে ¯ন্ডেপ্র করুন। তেলাপোকা পালিয়ে যাবে। শুধু তেলাপোকা নয়, অন্যান্য পোকামাকড়ের হাত থেকেও আপনার ঘরকে রক্ষা করবে। জিনিসপত্র নাড়াচাড়া করুন : প্লাস্টিকের ব্যাগ, তোয়ালে, বিছানাপত্র, কসমেটিক্স, বাক্স- এসব হালকা জিনিস কিছুদিন পর পরই নেড়েচেড়ে অন্য জায়গায় রাখুন, ঝেড়েমুছে নিন। কারণ এগুলোর মাঝে তেলাপোকা এবং বিভিন্ন পোকামাকড় বাসা বাঁধতে পারে, যদি বেশি সময় একই জায়গায় থাকে।

সর্বশেষ খবর