মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাটকল শ্রমিকদের ভুখা মিছিল

প্রতিদিন ডেস্ক

পাটকল শ্রমিকদের ভুখা মিছিল

খুলনায় গতকাল ভুখা মিছিলে পাট শ্রমিকরা -বাংলাদেশ প্রতিদিন

মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি-বেতন পরিশোধসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে গতকাল দেশের বিভিন্ন স্থানে পাটকল শ্রমিকরা ভুখা মিছিল করেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- খুলনা : গায়ে ছেঁড়া জামা ও হাতে মাটির বাসন-প্লাস্টিকের থালা নিয়ে খুলনায় ভুখা মিছিল করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। কর্মসূচির অংশ হিসেবে সকালে খুলনার ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলের কয়েক হাজার শ্রমিক মিলগেটে জড়ো হন। সেখানে গেটসভা শেষে শুরু হয় ভুখা মিছিল। মিছিলটি প্লাটিনাম জুটমিল গেট থেকে শুরু হয়ে বিআইডিসি সড়ক, নতুন রাস্তার মোড়, দৌলতপুর বাসস্ট্যান্ড হয়ে পুনরায় স্ব স্ব মিলগেটে এসে শেষ হয়। শ্রমিক নেতারা বলেন, তাদের ন্যায্য দাবি আদায়ে আগামী ২৭ নভেম্বর মিলগেটে প্রতীকী অনশন, ২ ডিসেম্বর বিক্ষোভ মিছিল, ৩ ডিসেম্বর থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট, ৮ ডিসেম্বর গেটসভা ও ১০ ডিসেম্বর সকাল থেকে মিল গেটে আমরণ অনশন পালন করা হবে।  চট্টগ্রাম : ১১ দফা দাবিতে ভুখা মিছিল করেছেন আমিন জুট মিলের শ্রমিকরা। বেলা সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের জুট মিল গেট থেকে এই ভুখা মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আমিন জুট মিল শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আরিফুর রহমান, মো. মোস্তফা, শামসুল আলম, কামাল উদ্দিন প্রমুখ।  নরসিংদী : ‘ভাত দে, কাপড় দে নয়তো একটু বিষ দে’ লেখা ব্যানার নিয়ে ভুখা মিছিল করেছেন নরসিংদীর ইউএমসি জুট মিল শ্রমিকরা। হাতে থালা-বাটি ও ব্যানার, ফেস্টুন  ও প্লে কার্ড নিয়ে ইউএমসি জুটমিলের প্রধান ফটক থেকে মিছিলটি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিল গেটে গিয়ে মিছিলটি শেষ হয়। রাজশাহী : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে কাটাখালী জুটমিলের মেইন গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন পাটকল শ্রমিকরা। এরপর রাজশাহী জুট মিলের গেটে ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ সামবেশ কর্মসূচি পালন করেন।

সর্বশেষ খবর