বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

খেলাপি অতিরিক্ত সুদে ক্ষতিগ্রস্ত ব্যবসা-বাণিজ্য

আলী রিয়াজ

ব্যাংকিং খাতে সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ব্যবসা-বাণিজ্য। খেলাপি ঋণ, ঋণের অতিরিক্ত সুদ হার ও চক্রবৃদ্ধি সুদের কারণে দেশের শিল্প খাতের উদ্যোক্তারা দিশাহারা। ব্যাংকিং খাতের এসব সংকট কাটাতে উদ্যোগী হয় সরকার। প্রধানমন্ত্রীর সব ধরনের ব্যাংক ঋণের সুদ হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার নির্দেশ দেন। ওই নির্দেশের পর ব্যাংকগুলো ঘোষণা দেয় সিঙ্গেল ডিজিট করার। তবে ঘোষণা ছাড়া আর কিছুই হয়নি। কোনো ব্যাংকই সিঙ্গেল ডিজিট সুদ হার মানছে না। ঋণের চক্রবৃদ্ধি সুদ পদ্ধতিও বাতিল করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি পদ্ধতি। খেলাপি ঋণ নিয়ে চরম ভাবে নাজেহাল ব্যাংকিং খাত। নানা দুর্নীতি অনিয়মের কারণে কোনোভাবেই কমানো যাচ্ছে না খেলাপি। দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ঋণ পরিশোধের সুবিধা দেওয়া হয়। খেলাপি কমাতে ঋণ নিয়মিতকরণ করার জন্য এ সুবিধা দেওয়া হলেও বেসরকারি ব্যাংকগুলো অনীহা দেখাচ্ছে। প্রকৃত ব্যবসায়ীরা এ সুবিধা নিয়ে সংকটের কথা জানিয়েছেন। ব্যাংকিং খাতের নানা সমস্যা নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা বলেছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা।

সর্বশেষ খবর