শিরোনাম
বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

চক্রবৃদ্ধি সুদ দিয়ে ব্যবসা করা যায় না

মীর নাসির হোসেন

চক্রবৃদ্ধি সুদ দিয়ে ব্যবসা করা যায় না

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মীর নাসির হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, চক্রবৃদ্ধি সুদ হার দিয়ে ব্যবসা করা যায় না। অতিরিক্ত সুদ হার শিল্প খাতেও সংকট তৈরি হয়েছে। ব্যাংক ঋণের সুদহারে কমিয়ে অবশ্যই ৯ শতাংশের নিচে আনা খুবই জরুরি। বিভিন্ন কারণে ব্যাংক ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে  আনা সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে ব্যাংক খাতে সমন্বয় নেই। রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে হলে সুদ হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে। এক্ষেত্রে সরকারি ব্যাংকগুলোয় যে অর্থ রয়েছে সেগুলো বেসরকারি ব্যাংকের মাধ্যমে বিনিয়োগ করা যায়। কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এডি রেশিও কম ৫০ শতাংশের মতো। কিন্তু বেসরকারি ব্যাংকের হাতে অর্থ কম। তিনি বলেন, বেসরকারি ব্যাংকগুলোতে তারল্য সংকট কমলে বিনিয়োগ বাড়ত। আবার সরকারি ব্যাংকে আমানত বেশি। ব্যাংক খাতের এ ধরনের সমস্যাগুলো দূর করা জরুরি। দেশের অর্থনীতি ক্রমান্বয়ে বড় হচ্ছে। বিনিয়োগ আরও বাড়ানোর জন্য প্রয়োজন কম সুদের ব্যাংক ঋণ। এ জন্য সুদহার কমানোর কোনো বিকল্প নেই। সুদহার কমলে বিনিয়োগ যেমন বাড়বে, তেমনি ঋণখেলাপি হওয়ার সংখ্যাও কমে আসবে। উচ্চ সুদহারের কারণেও অনেকে খেলাপিতে পরিণত হয়েছে।

সর্বশেষ খবর