বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সুদ নিয়ে ব্যাংক খাতে সমন্বয় নেই

মাতলুব আহমাদ

সুদ নিয়ে ব্যাংক খাতে সমন্বয় নেই

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাতলুব আহমাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, ব্যাংকে নগদ অর্থের সংকট রয়েছে। এর মধ্যে সরকার প্রতিনিয়তই ঋণ নিচ্ছে ব্যাংক থেকে। ফলে তারল্য সংকট আরও বাড়ছে। সব ব্যাংকেই এই চাপ বাড়ছে। এতে ব্যবসায়ীরা প্রয়োজনীয় ঋণ পাচ্ছে না। ব্যাংকগুলোও সিঙ্গেল ডিজিটে ঋণ দিচ্ছে না। ঋণের অতিরিক্ত সুদ হারের কারণে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হচ্ছে। অর্থনীতির মেরুদন্ড হচ্ছে ব্যাংকিং খাত। এই খাত সুস্থ রাখতে হবে। সুস্থ না রাখতে পারলে উন্নয়ন ধরে রাখা যাবে না। বিভিন্ন সময় খেলাপি ঋণ কমানো, সিঙ্গেল ডিজিটে ঋণ সুদ হার নিয়ে আসার কথা বলা হলেও সেটা বাস্তবায়ন হচ্ছে। উদ্যোক্তারা বা ব্যবসায়ীরা এত বেশি সুদে ঋণ নিয়ে কোনোভাবেই ব্যবসা করতে পারবে না। তিনি বলেন, অর্থমন্ত্রী এই সমস্যা সমাধানের উপায় খুঁজছেন। ব্যাংকগুলোকে একটি সুস্থ প্রতিযোগিতার মধ্যে নিয়ে আসতে হবে। সবার যদি অতিরিক্ত মুনাফা করার প্রবণতা থাকে তাহলে ব্যাংকিং সংকট কাটবে না। প্রবৃদ্ধিও ধরে রাখা যাবে না। অবশ্যই সিঙ্গেল ডিজিট থাকতে হবে ঋণ সুদে। চক্রবৃদ্ধি সুদও থাকতে পারবে না।

সর্বশেষ খবর