শিরোনাম
বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সিঙ্গেল ডিজিটে ঋণ মানছে না ব্যাংকগুলো

রুবানা হক

সিঙ্গেল ডিজিটে ঋণ মানছে না ব্যাংকগুলো

বিজিএমইএ সভাপতি রুবানা হক বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, সরকারের ঘোষণার পরও ব্যাংকগুলো সিঙ্গেল ডিজিট ঋণ সুদ হার মানছে না। বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলো কোনো ব্যবসায়ীকেই সিঙ্গেল ডিজিটে ঋণ দেয় না। কেউ কথা পর্যন্ত শুনছে না। গার্মেন্ট খাত এখন খুবই পর্যুদস্ত। নানা ভাবে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু  ব্যাংকগুলো সহায়তা করছে না। সরকার এত উদ্যোগ নেওয়ার পরেও বেসরকারি ব্যাংকগুলো তাদের অবস্থানে অনড়। দেশের শিল্প খাত যদি টিকে থাকতে না পারে তাহলে অর্থনীতির প্রবৃদ্ধিও ধরে রাখা যাবে না। তিনি বলেন, ব্যাংকগুলো এসএমই খাতে কোনো গুরুত্ব দেয় না। এসএমই খাত এখন মারা যাচ্ছে। ব্যাংকগুলো ঋণ দিতেই চাচ্ছে না। অর্থনীতির একটি বড় অংশ হচ্ছে এসএমই খাত। এই খাতে যদি তারা ঋণ দিতে না চায় তাহলে কীভাবে শিল্প খাত টিকে থাকবে? ব্যাংকগুলো এখনো ১৩-১৪ শতাংশের ওপর সুদ হার চালু রেখেছে। কীভাবে ব্যবসা-বাণিজ্য ঠিক থাকবে। ব্যবসায় গতি ধরে রাখতে হলে অবশ্যই ঋণ সুদের সিঙ্গেল ডিজিটের ঘোষণা বাস্তবায়ন করতে হবে।

সর্বশেষ খবর