শিরোনাম
বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পুলিশের সোর্সকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ে মুরাদ বেপারি (৩৫) নামে পুলিশের এক সোর্সকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে সিপাহিবাগের মেরাদিয়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট থাকায় কয়েকদিন আগে ওই তিনজনকে পুলিশে ধরিয়ে দেন মুরাদ। এতে ক্ষিপ্ত হয়ে তারা জেল থেকে বেরিয়ে মুরাদকে পিটিয়ে হত্যা করেন।

নিহতের স্বজনরা জানান, মুরাদের বাড়ি মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়ি থানার বেতকা গ্রামে। স্ত্রী ময়না আক্তার ও একমাত্র ছেলে কাউসারকে (৮) নিয়ে খিলগাঁও জামতলা বগবাড়ি ১৩/৮ নম্বর বাসায় থাকতেন মুরাদ। গত ১৬-১৭ বছর ধরে পুলিশের সোর্স হিসেবে কাজ করে আসছিলেন তিনি। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৮ জনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন। নিহতের ভাগিনা মো. তাজুল ইসলাম জানান, সোমবার মধ্যরাতে মুরাদ থানায় কাজ শেষ করে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে সিপাহিবাগ আইসক্রিম ফ্যাক্টরির পাশে স্থানীয় মাদক ব্যবসায়ী মিন্টুসহ কয়েকজন তাকে ধরে পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচে নিয়ে যান। সেখানে তারা হাতুড়ি, রড, বাঁশ দিয়ে মুরাদকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তার মৃত্যু হয়। এরপর মুরাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠায় পুলিশ। গতকাল ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, মুরাদ পুলিশের সোর্সের কাজ করতেন। মাদক ব্যবসার অভিযোগে কয়েক দিন আগে এলাকার মিন্টু, মিলন, সোহেলকে তিনি ধরিয়ে দেন। এরপর থেকেই মুরাদের ওপর তারা ক্ষিপ্ত ছিলেন। এরই জের ধরে তারা তিনজনসহ আরও কয়েকজন মুরাদকে পিটিয়ে হত্যা করেন। সোমবার রাতেই ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছেন। ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর