বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিশ্ব মিডিয়ায় হোলি আর্টিজান রায়

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব গণমাধ্যমে উঠে এসেছে ঢাকার হোলি আর্টিজান মামলার রায়ের সংবাদ। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় জড়িত থাকার দায়ে সাত আসামিকে মৃত্যুদন্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। গতকাল ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই বিষয়টি শিরোনাম হয়ে উঠে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এ রায় বিশ্ব মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। এরই মধ্যে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল-জাজিরা, রয়টার্স, সিনহুয়া, বিবিসি, দ্য গার্ডিয়ান, দ্য টেলিগ্রাফ, সাউথ এশিয়ান মনিটর, জিনিউজ, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, ডনসহ বিভিন্ন গণমাধ্যম। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা শিরোনাম করেছে- Holey Artisan cafe attack : Dhaka court sentences seven to death (হলি আর্টিজান হামলা : ঢাকার আদালতে ৭ জঙ্গির মৃত্যুদন্ড)। প্রভাবশালী বিশ্ব গণমাধ্যম রয়টার্সও এ রায় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। গণমাধ্যমটি শিরোনাম করেছে- Bangladesh sentences seven to death for 2016 cafe attack (২০১৬ সালের ক্যাফে হামলায় সাতজনকে মৃত্যুদন্ড দিয়েছে বাংলাদেশ)। দক্ষিণ এশিয়াভিত্তিক গণমাধ্যম সাউথ এশিয়ান মনিটর লিখেছে, HOLEY ARTISAN CAFE ATTACK : 7 MILITANTS GET DEATH, ONE ACQUITTED (হলি আর্টিজান ক্যাফেতে হামলা : ৭ জঙ্গিকে মৃত্যুদন্ড, একজনের খালাস)। চীনের প্রভাবশালী গণমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে লিখেছে-Bangladesh sentences 7 militants to death over 2016 cafe terror attack (২০১৬ সালের ক্যাফে হামলায় সাতজনকে মৃত্যুদন্ড দিয়েছে বাংলাদেশ)। ভারতীয় গণমাধ্যম জিনিউজ শিরোনাম করেছে, Bangladesh court gives death to 7, acquits 1 in 2016 Holey Artisan Cafe terror attack case (২০১৬ সালে হলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসী হামলা মামলা : বাংলাদেশের আদালতে সাতজনকে মৃত্যুদন্ড ও একজনকে খালাস)। এ ছাড়া এ রায় নিয়ে ব্রিটিশভিত্তিক গণমাধ্যম বিবিসি, জার্মানি গণমাধ্যম ডয়চে ভেলে এবং ভারত, পাকিস্তান, নেপাল ও মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রতিবেদন প্রকাশ করেছে।

 

সর্বশেষ খবর