শিরোনাম
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
গতি ফিরেছে পুরনোগুলোতেও

নতুন দুই আবাসন প্রকল্প নিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

দুটি নতুন প্রকল্প হাতে নেওয়া এবং পুরনো প্রকল্প বাস্তবায়নে নানামুখী পদক্ষেপ নিয়ে কাজ করছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। নতুন দুটি প্রকল্প হচ্ছে তুরাগ টাউনশিপ প্রকল্প এবং কেরানীগঞ্জে ওয়াটার ফ্রন্ট স্মার্ট সিটি। এই দুই সিটির ফিজিবিলিটি স্টাডি করতে চীনের একটি কোম্পানির সঙ্গে চুক্তিও করেছে গণপূর্ত মন্ত্রণালয়। ঢাকাতে সবার জন্য বাসযোগ্য আবাসন গড়ে তুলতে ফ্ল্যাট নির্মাণ, পূর্বাচল, ঝিলমিল, উত্তরা তৃতীয় প্রকল্পের মতো বড় বড় হাউজিং প্রকল্প বাস্তবায়নে কাজ করছে মন্ত্রণালয়। সূত্র জানায়, বর্তমানে রাজধানী ঢাকাতে বেশকিছু বড় প্রকল্প বাস্তবায়নের কাজ করছে মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, রাজউক, গণপূর্ত অধিদফতরসহ বিভিন্ন দফতর। এসব প্রকল্পের মধ্যে রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর, উত্তরা তৃতীয় পর্বে উত্তরার ১৮ নম্বর সেক্টরে ২১৪ একর জমিতে ১৫ হাজার ৩৬টি ফ্ল্যাট নির্মাণ, ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্কে ৮৫টি বহুতল ভবনে ১৩ হাজার ৭২০টি ফ্ল্যাট নির্মাণ, গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন, কুড়িল-পূর্বাচল লিংক রোডের উভয় পাশে ১০০ ফুট খাল খনন ও উন্নয়ন প্রকল্প, উত্তরা লেক উন্নয়ন প্রকল্প, গুলশান, মোহাম্মদপুর, লালমাটিয়া ও ধানমন্ডি এলাকার ৯টি পরিত্যক্ত বাড়িতে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্প। গণপূর্ত অধিদফতরের অধীনে ঢাকার বাইরে মাদারীপুরে সরকারি অফিসগুলোর জন্য বহুতল ভবন নির্মাণ, ঢাকায় মালিবাগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৫৬টি ফ্ল্যাট নির্মাণ, আজিমপুরে বিচারকদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ, গুলশান, ধানমন্ডি ও মোহাম্মদপুরে ২০টি পরিত্যক্ত বাড়িতে ৩৯৮টি সরকারি আবাসিক ফ্ল্যাট নির্মাণ, গোপালগঞ্জে বহুতলবিশিষ্ট সমন্বিত অফিস ভবন নির্মাণ এবং জিগাতলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৮৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প। মোহাম্মদপুর ‘এফ’ ব্লকে ৯০০টি আবাসিক ফ্ল্যাট, মিরপুর ১৫ নম্বর সেকশনে সরকারি/আধাসরকারি কর্মকর্তাদের জন্য ‘জয়নগর’ ৫২০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ, লালমাটিয়া নিউ কলোনিতে সরকারি কর্মকর্তাদের জন্য ১৩২টি (সংশোধিত ১৫৩টি) আবাসিক ফ্ল্যাট নির্মাণ, মিরপুর ৯ নম্বর সেকশনে ১০৪০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প, মিরপুরে বস্তিবাসীদের জন্য ৫৩৩টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পসহ আরও বেশকিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এসব প্রকল্প বাস্তবায়নে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশে সার্বক্ষণিক তদারকি করছেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার। তিনি বিভিন্ন সময়ে প্রকল্পর পরিদর্শনে গিয়ে প্রকল্পের কাজের অগ্রগতি দেখার পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনাও দিচ্ছেন। যত দ্রুত সম্ভব এসব প্রকল্পের কাজ বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, শ ম রেজাউল করিম গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী পদে আসার পর পুরো মন্ত্রণালয়ের কর্মকান্ডে র চেহারা পাল্টে গেছে। অন্য যে কোনো সময়ের তুলনায় কাজের গতিও বেড়েছে। মন্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে কাজ করছেন সচিবসহ মন্ত্রণালয় এবং অধিদফতরের কর্মকর্তারাও।

সর্বশেষ খবর