বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এমপি লিটন হত্যা মামলার রায় আজ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা জেলা জজ আদালতে আজ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। এর আগে ১৯ নভেম্বর আদালতে ৭ আসামির মৃত্যুদন্ডসহ সর্বোচ্চ শাস্তি দাবি করে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম শফিক। এ সময় আদালতে আসামি সাবেক এমপি কাদের খান, কাদের খানের পিএস শামসুজ্জোহা, গাড়িচালক হান্নান, মেহেদী, শাহীন ও রানাকে হাজির করা হয়। উল্লেখ্য, এ মামলায় মোট আসামি ছিলেন ৮ জন, তার মধ্যে সুবল নামে এক আসামি মারা গেছেন ও অপর আসামি সুবলের শ্যালক চন্দন পলাতক। মামলার বাদী ফাহমিদা বুলবুল কাকলীও আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছেন। উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। তাকে গুলিবিদ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর