রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

সমাবর্তনে উৎসবমুখর ক্যাম্পাস

রাবি প্রতিনিধি

সমাবর্তনে উৎসবমুখর ক্যাম্পাস

নানা আয়োজনে উৎসবমূখর পরিবেশে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। উৎসবকে ঘিরে শিক্ষার্থীরা দিনভর বিশেষ পোশাক পরে বিচরণ করেন। এর সঙ্গে ছিল নাচ, গানসহ বর্ণাঢ্য নানা আয়োজন। অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, এ উৎসবের জন্য আগেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে সুন্দর সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এবারের সমাবর্তনে ৬ হাজার ১৪ জন গ্রাজুয়েট নিবন্ধন করেন। সমাবর্তনের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী খুরশিদ আলম, ল্ইুপাসহ বিশিষ্ট শিল্পীরা অংশ নেন। সমাবর্তনে প্রক্টর দফতর থেকে শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া ছিল। বিশ্ববিদ্যালয়ের কাজলা  গেট, চারুকলা গেট, স্টেশন বাজার গেট, বধ্যভূমি  গেট বন্ধ থাকে। শুধুমাত্র প্রধান গেট ও বিনোদপুর  গেট খোলা রাখা হয়। গ্রাজুয়েটরা কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করেন।

সর্বশেষ খবর