রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরার দুই মেলায় শেষ দিনেও দর্শনার্থীর ঢল

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরার দুই মেলায় শেষ দিনেও দর্শনার্থীর ঢল

২০ হাজারের বেশি দর্শনার্থী সমাগমে শেষ হলো রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত প্রযুক্তি ও স¦াস্থ্যপণ্যের দুই প্রদর্শনী। ‘স্মার্ট সিটি এক্সপো’ ও ‘হেলথ অ্যান্ড ফিটনেস ২০১৯’ শীর্ষক তিন দিনব্যাপী  প্রদর্শনী দুটি শেষ হয় গতকাল সন্ধ্যায়। শেষ দিনের বিকালেও দর্শনার্থীর পদচারণে মুখরিত হয় মেলাপ্রাঙ্গণ। এদিন বিভিন্ন পণ্যে বিশেষ ছাড়ও দিতে দেখা গেছে অনেক প্রতিষ্ঠানকে। প্রথমবারের মতো আয়োজিত স্মার্ট সিটি এক্সপোয় নগরজীবনকে আরও আধুনিক, সহজ ও নিরাপদ করে তুলতে নানা প্রযুক্তি ও আইডিয়া নিয়ে হাজির হয় নগর অবকাঠামো, প্রযুক্তি, পরিবহন, নির্মাণ ও সেবা খাতের সঙ্গে জড়িত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। অন্যদিকে ‘হেলথ অ্যান্ড ফিটনেস ২০১৯’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীতে ব্যায়াম ও খেলাধুলার সরঞ্জাম, কসমেটিক্স, স্বাস্থ্যপণ্য, খাবারকে বিষমুক্ত করার নানা প্রযুক্তি ও রাসায়নিক নিয়ে হাজির হয় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রদর্শনী দুটির আয়োজন করে যথাক্রমে রেডকার্পেট থ্রিসিক্সটিফাইভ ও স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন দিনে দুই মেলায় ২০ হাজারের বেশি দর্শনার্থী মেলা পরিদর্শন করেছেন। এর মধ্যে স্পোর্টস ও বিদেশি কসমেটিক্স সামগ্রী কিনতে মেলায় আসেন বড়সংখ্যক দর্শনার্থী। এ ছাড়া স্মার্ট সিটি এক্সপোয় অনেক কোম্পানির প্রতিনিধি স্পন্সর করার জন্য ব্যতিক্রমী আইডিয়ার খোঁজে মেলা পরিদর্শন করেছেন। এ ছাড়া নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পদচারণ ছিল উল্লেখ করার মতো। গতকাল স্মার্ট সিটি এক্সপোয় ইটের বিকল্প ব্লক তৈরির মেশিন খুঁজতে এসেছিলেন হাফিজ উদ্দিন।

তিনি বলেন, ব্লক তৈরির মেশিন সরবরাহকারী একটি ভারতীয় কোম্পানি প্রদর্শনীতে এসেছে। ৭ লাখ থেকে ৩৫ লাখ টাকা দামের মেশিন আছে। উৎপাদন ক্ষমতা অনুযায়ী কোনটার দাম কত তা হোয়াটসঅ্যাপে পাঠানো হবে বলে জানিয়েছেন স্টলের কর্মী।

সর্বশেষ খবর