শিরোনাম
রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

পরীক্ষা না দিয়েই মেধা তালিকায়

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভর্তি পরীক্ষা না দিয়েই মেধা তালিকায় ১২তম হওয়ার ঘটনায় ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কুবি ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু তাহের ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে।’ উল্লেখ্য, গত ৮ নভেম্বর বিকালে অনুষ্ঠিত কুবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মো. সাজ্জাতুল ইসলাম। তবে ১২ নভেম্বর প্রকাশিত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হলে দেখা যায়, ২০৬০৫০ রোল নম্বরধারী সাজ্জাতুল ইসলাম ‘বি’ ইউনিটের মেধা তালিকায় ১২তম স্থান পেয়েছেন। ভর্তি পরীক্ষা না দিয়েও মেধা তালিকায় আসায় বিষয়টি বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশ হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি কার্যক্রম স্থগিত করে।

সর্বশেষ খবর