রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

লন্ডন ব্রিজে হামলাকারী পাকিস্তানি বংশোদ্ভূত

প্রতিদিন ডেস্ক

লন্ডন ব্রিজে হামলাকারী পাকিস্তানি বংশোদ্ভূত

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে ছুরিকাঘাতে দুই ব্যক্তিকে হত্যাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তার নাম ওসমান খান (২৮), তিনি পাকিস্তানি বংশোদ্ভূত এবং সন্ত্রাসী কর্মকান্ডের জন্য জেল খেটেছেন। গত বছর শর্তসাপেক্ষে (লাইসেন্স নিয়ে) তিনি কারাগার থেকে মুক্তি পান। সূত্র : বিবিসি। উল্লেখ্য, গত শুক্রবার স্থানীয় সময় বেলা ২টার দিকে লন্ডন ব্রিজে বেশ কয়েকজন ব্যক্তিকে ছুরিকাঘাত করেন ওসমান। এ ঘটনায় একজন পুরুষ ও একজন নারী নিহত হন। আহত হন তিনজন। ঘটনার পর লোকজন ওসমানকে ঠেকানোর চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই হামলাকারী নিহত হন। পুলিশ তাকে ওসমান খান বলে শনাক্ত করে। ওসমান জঙ্গি সংগঠন আল-কায়েদার নীতি দ্বারা অনুপ্রাণিত ছিলেন। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক। এর আগে লন্ডন শহরের স্টক এক্সচেঞ্জে বোমা ফেলার পরিকল্পনার সঙ্গেও তিনি জড়িত ছিলেন। মেট্রো পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার নেইল বাসুর তথ্য অনুযায়ী, ওসমান খান কর্তৃপক্ষের কাছে পরিচিত ছিলেন। ২০১২ সালে একটি সন্ত্রাসী ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। গত বছরের ডিসেম্বরে শর্ত সাপেক্ষে মুক্তি পান তিনি। কীভাবে তিনি এ ধরনের হামলা চালালেন- তা এখন তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে। হামলায় আর কেউ জড়িত কি না দেখা হচ্ছে। তবে জনসাধারণের জন্য আর কোনো ঝুঁকি নেই।

সর্বশেষ খবর