সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জামিনে মুক্ত সেই অতিরিক্ত সচিব

নিজস্ব প্রতিবেদক

জামিনে মুক্ত সেই অতিরিক্ত সচিব

জামিনে মুক্তি পেলেন অতিরিক্ত সচিব ডা. জাকির হোসেন। গতকাল ঢাকা মহানগর হাকিম মো. শাহিনুর রহমান ১ হাজার টাকা মুচলেকায় তার স্ত্রী ডা. ফাতেমা জাহান বারীর জিম্মায় জামিনে মুক্তির আদেশ দেন। জানা গেছে, ডা. জাকির হোসেন বর্তমানে ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন। অতিরিক্ত সচিবের গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। তার স্ত্রীর গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে। শনিবার রাতে স্বামী জাকিরের নির্যাতন সইতে না পেরে স্ত্রী ফাতেমা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ ফোন পেয়ে ফাতেমাকে উদ্ধারসহ জাকিরকে গ্রেফতার করে। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন স্ত্রী ফাতেমা। ওই মামলায় গতকাল জাকিরকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

ওসি বলেন, শনিবার রাতে ৯৯৯-এ খবর পেয়ে ১৮, বেইলি রোডের সুপিরিয়র সরকারি কোয়ার্টার থেকে ফাতেমাকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। স্বামীর নির্যাতন থেকে বাঁচতে তিনি দ্রুত উদ্ধারের আকুতি জানিয়েছিলেন। উদ্ধারের সময় তার মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল।

সর্বশেষ খবর