মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ব্যক্তিস্বার্থে কলঙ্কিত হচ্ছে শিক্ষকসমাজ

- এ কে আজাদ চৌধুরী

ব্যক্তিস্বার্থে কলঙ্কিত হচ্ছে শিক্ষকসমাজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, জাতির কাছে শিক্ষকসমাজের দায়বদ্ধতা অনেক। শিক্ষকদের ক্ষুদ্র অংশ লবিংয়ে ব্যস্ত। কিন্তু কতিপয় শিক্ষকের ব্যক্তিস্বার্থে কলঙ্কিত হচ্ছে পুরো শিক্ষকসমাজ। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। বিশিষ্ট এই শিক্ষাবিদ আরও বলেন, জাতির বিবেককে জাগ্রত করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিক্ষক, ব্যবসায়ী, তরুণসমাজের উদ্দেশে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার এ বক্তব্যকে আমি স্বাগত জানাই। দেশের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বিষয়গুলো তার নজরে এসেছে। তিনি মূল্যবোধের অবক্ষয় নিয়ে বলেছেন। কতিপয় শিক্ষকের অশিক্ষকসুলভ আচরণের দায় পুরো শিক্ষকসমাজকে নিতে হচ্ছে। ব্যক্তিস্বার্থ, দলীয় স্বার্থের ওপরে দেশের স্বার্থ। এই সত্য শিক্ষক, ব্যবসায়ী থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে অনুধাবন করতে হবে। ব্যক্তিজীবনে প্রয়োগ করতে হবে। নিজের স্বার্থ উদ্ধারে শিক্ষকতার মতো মহৎ পেশাকে কলঙ্কিত করা যাবে না।

সর্বশেষ খবর