মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সম্মান পুনরুদ্ধারে সংশোধন হতে হবে

- আলী ইমাম মজুমদার

সম্মান পুনরুদ্ধারে সংশোধন হতে হবে

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেছেন, শিক্ষকদের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে যৌন হয়রানির অভিযোগ উঠছে। কতিপয় শিক্ষক জড়াচ্ছেন অনিয়মে। এগুলো দুঃখজনক। সম্মান পুনরুদ্ধারে তাদের সংশোধন হতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগে মেধা, দক্ষতা, যোগ্যতার বিচার করতে স্বচ্ছ প্রক্রিয়া থাকতে হবে। শিক্ষকদের বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত দুই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বেশ কিছু কথা বলেছেন। শুধু অসাধু শিক্ষক নয়, খাবারে বিষ মেশানো ব্যবসায়ীদের উদ্দেশেও বলেছেন। তার মূল্যায়নের সঙ্গে আমি পুরোপুরি একমত। মানুষের মূল্যবোধ তলানিতে ঠেকেছে। সবাইকে তার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

সর্বশেষ খবর