মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় অরূপরতন

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় অরূপরতন

নাগরিক নাট্য সম্প্রদায়ের সপ্তাহব্যাপী নাট্য উৎসবের চতুর্থ দিনে গতকাল মঞ্চায়ন হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রাজা’ নাটকের সংক্ষিপ্ত বিন্যাসের নাটক ‘অরূপরতন’। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় এই নাটকটি। এটির নব পুনর্লিখন ও নির্দেশনায় ছিলেন সাইদুর রহমান লিপন। আমাদের সামাজিক জীবনে উৎসব মানেই সম্প্রীতি ও মিলন, যা সার্বজনীনতাকে আহ্বান করে। বাউল দর্শনের মিলনাত্মক বা অভেদ চেতনার সঙ্গে রবীন্দ্রনাথের এ নাটকে সাম্য ও সম্প্রীতির ভাবনাও ফুটিয়ে তোলা হয়েছে। সমকালীন বৈশ্বিক ও আঞ্চলিক পুঁজির ফাঁদে পড়ে ব্যক্তি যখন ক্রমশ নির্মম একাকিত্বের গহ্বরে তলিয়ে যাচ্ছে, তখন ‘অরূপরতন’ নাটকটি সমষ্টির সম্মেলনে ঐক্যের আহ্বান জানাচ্ছে। শুধু বিনোদনের নয়, এটি প্রতিবাদের সাংস্কৃতিক ভাষাও বটে। বাউল সাধন সংগীত, বাংলার লোকজ সুর ঐতিহ্যের সঙ্গে রবীন্দ্রনাথের বাউল আঙ্গিকের সুর ভাবনার সমন্বয় সাধনের মিশ্রণ রয়েছে নাটকটির সংগীত প্রয়োগে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কান্তা জামান, রবিন বসাক, সাদিকা ইয়াসমিন সান্তনা, শরীফ সিরাজ, আমিনুর রহমান মুকুল, শামীম আহমেদ অন্তু প্রমুখ। অন্যদিকে একই সময়ে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় আরণ্যক নাট্যদল প্রযোজিত নাটক ‘রাঢ়াঙ’। ৫ ডিসেম্বর শেষ হবে সাত দিনের এই নাট্য উৎসব।

বছরব্যাপী দেশজুড়ে নাট্যযাত্রা: দেশজুড়ে বছরব্যাপী নাট্যযাত্রার আয়োজন করতে যাচ্ছে নাট্যধারা। আগামী ৬ ডিসেম্বর উদ্বোধনী প্রদর্শনী হবে শরিয়তপুর পৌর মিলনায়তনে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পরে বিকাল ৪টায় শরীয়তপুর কালেক্টরেট কিশলয় সংগীত একাডেমি মঞ্চস্থ করবে পথনাটক ‘চন্দ্রালোক’। সন্ধ্যা ৬টায় থাকবে নাট্যধারার মঞ্চনাটক ‘চার্লি’। নাটকটি রচনা ও নির্দেশনায় দিয়েছেন লিটু সাখাওয়াত। নাট্যযাত্রার পরিকল্পনা বাস্তবায়নে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর