বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সব অনুপ্রবেশকারী তাড়াব : অমিত

দীপক দেবনাথ, কলকাতা

ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই গোটা দেশে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চালু করা হবে বলে ফের স্পষ্ট করে বললেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রত্যেক অনুপ্রবেশকারী খুঁজে বের করে তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে বলেও হুঁশিয়ারি দিলেন তিনি। ঝাড়খন্ডে বিধানসভার নির্বাচনী প্রচারে গিয়ে সোমবার এসব মন্তব্য করেন অমিত শাহ। এনআরসি ও অনুপ্রবেশকারী ইস্যুর বিরোধিতা করায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকেও নিশানা করেন শাহ।  ঝাড়খন্ডের পূর্ব সিংভুম জেলার বহরাগোরায় একটি নির্বাচনী জনসভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করেন, ‘ঝাড়খন্ড থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানো উচিত কিনা। কিন্তু রাহুল বাবা বলছেন, কেন এনআরসি আনা হচ্ছে। অনুপ্রবেশকারীদের কেন তাড়ানো হচ্ছে। কোথায় যাবে, কী খাবে। ওরা কি আপনার চাচাতো ভাই নাকি। রাহুল বাবা যা বলছে ওকে বলতে দিন।’ এ সময়ই তিনি বলেন, ‘বন্ধু, আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, ২০২৪ সালের ভোটের আগেই এই দেশ থেকে এক একজন করে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বহিষ্কার করব।’ বিরোধী দলগুলো বরাবরই এনআরসি নিয়ে সোচ্চার। সাম্প্রতিককালে বিভিন্ন রাজ্যের ভোটের ফলও বিজেপির বিপক্ষে গেছে। অনেকেরই দাবি, এটি এনআরসি নিয়ে প্রচারণার ফল। তবু এনআরসি নিয়ে দমে যাওয়ার পাত্র নন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একাধিকবার গোটা দেশে এনআরসি চালু করার কথা বলেছেন তিনি। তবে সোমবার সমগ্র ভারতে এনআরসি চালু করার ডেডলাইন বাতলে দিয়েছেন অমিত শাহ।

সর্বশেষ খবর