বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আফ্রিকান ইম্পালার পরিবারে নতুন অতিথি

মোস্তফা কাজল

আফ্রিকান ইম্পালার পরিবারে নতুন অতিথি

রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র জাতীয় চিড়িয়াখানায় দুর্লভ আফ্রিকান ইম্পালার পরিবারে এলো নতুন অতিথি। গতকাল বিকালে ছোট ফুটফুটে এক বাচ্চার জন্ম দেয় ইম্পালা। এমন আবদ্ধ অবস্থায় বাচ্চা প্রসব এ চিড়িয়াখানার ইতিহাসে দ্বিতীয় ঘটনা। এ ঘটনায় চিড়িয়াখানার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। নতুন  অতিথির নাম রাখা হয়নি। সদ্য জন্ম নেওয়া শাবকটিকে এখন তরল দুধ খাওয়ানো হচ্ছে। গতকাল সেখানে গিয়ে দেখা গেছে, সদ্য জন্ম নেওয়া ইম্পালাটি মায়ের পিছু পিছু হাঁটছে। চোখের আড়াল হলেই মা খুঁজতে থাকে বাচ্চাকে। চারদিকে সতর্ক দৃষ্টি তার। জানতে চাইলে কিউরেটর ডা. এস এম নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইম্পালার বাচ্চার জন্য আপাতত তরল দুধ রাখা হয়েছে। ২১ দিন পার হলে কচি ঘাস খেতে দেওয়া হবে। ইম্পালা হরিণের চেয়ে দ্রুত গতির বন্য প্রাণী। আফ্রিকার বন ও জঙ্গলে এ প্রাণীর বসবাস। এ প্রাণী লাজুক হয়ে থাকে। দলবদ্ধ হয়ে বসবাস করে। গর্ভধারণের আট মাস পর বাচ্চা জন্ম দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর