বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
বিশ্ব জলবায়ু সম্মেলন

বিভিন্ন ইস্যুতে আলোচনা গুরুত্ব কার্বন কমানোয়

নিজামুল হক বিপুল, মাদ্রিদ (স্পেন) থেকে

বিশ্ব জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে নানা ইস্যুতে সমন্বয় সভা শুরু করেছে ধনী, দরিদ্র, স্বল্পোন্নত ও লিস্ট ডেভেলপড্ কান্ট্রিভুক্ত (এলডিসি) দেশগুলো। নিজেদের মধ্যে আলোচনার পর শুরু হবে বিভিন্ন ইস্যুতে নেগোসিয়েশন।

এবারের সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্যারিস চুক্তির আর্টিক্যাল-৬। এখানে বলা আছে, ধনী দেশগুলো যারা জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে দায়ী তারা কীভাবে কার্বন নিঃসরণ কমিয়ে আনবে। প্যারিস চুক্তির ঘোষণা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমিয়ে আনার কথা ধনী দেশগুলোর। তা কী প্রক্রিয়ায় বা পদ্ধতিতে করা হবে বা করবে সে নিয়েই আলোচনা হবে। ধনী দেশগুলো চায় কার্বন কিনতে। অর্থাৎ গ্রিনহাউস গ্যাসের বাজার ব্যবস্থাপনা নিয়ে ধনী ও দরিদ্র নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে। জলবায়ু-সংশ্লিষ্টরা বলছেন,  গ্রিনহাউস গ্যাসের বাজার ব্যবস্থাপনার বিষয়ে ধনী দেশগুলো আলাদাভাবে গ্রিনহাউস গ্যাস বিক্রয়কারী দেশগুলোর সঙ্গে আলোচনা করতে চায়। তারা আলাদাভাবেই প্রতিটি দেশের সঙ্গে চুক্তি করতে চায়। এখানেই আপত্তি ক্ষতিগ্রস্ত ও গ্রিনহাউস উৎপাদনকারী দেশগুলোর। তারা বলছে, আলোচনা সবই করতে হবে জাতিসংঘের মাধ্যমে। আলাদা বা বাই লেটারাল কোনো চুক্তি করা যাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর