বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাঙামাটিতে ব্রাশফায়ারে ইউপিডিএফ কর্মী নিহত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচরে দুর্বৃত্তের ব্রাশফায়ারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম সুবাহো চাকমা ওরফে গিরি (৫০)। তিনি ইউপিডিএফের নানিয়ারচর উপজেলার সামরিক শাখার প্রধান বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেনি সংগঠনটি। বুধবার সকালে নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের এগারল্যাছড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের বরপুলপাড়া এলাকার এগারল্যাছড়াপাড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ হানা দেয়। এ সময় ওই  এলাকায় অবস্থান করছিল ইউপিডিএফের নানিয়ারচর উপজেলার সামরিক শাখার প্রধান সুবাহো চাকমা ওরফে গিরি চাকমা। সামনে পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে পালিয়ে যায়। তাদের গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। রাঙামাটির নানিয়ারচর থানার কর্মকর্তা ওসি মো. কবির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাটা খুবই দুর্গম। তাই এখনো লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য জানা যায়নি। লাশ উদ্ধারের পর রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর