শিরোনাম
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ক্ষুদ্রঋণ সনদ পেল বসুন্ধরা ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) থেকে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার সনদ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অলাভজনক সংস্থা ‘বসুন্ধরা ফাউন্ডেশন’। গতকাল ঢাকার এমআরএ সম্মেলন কক্ষে বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল হাইয়ের হাতে সনদ তুলে দেন প্রতিষ্ঠানের নির্বাহী ভাইস-চেয়ারম্যান অমলেন্দু মুখার্জি। এ সময় তিনি বলেন, আজ  যারা সনদ পেলেন, তারা যদি নিজেদের প্রতিষ্ঠানের মালিক ভাবেন তাহলে ভুল হবে। এসব প্রতিষ্ঠানের মালিক ঋণগ্রহীতারা। আপনারা প্রতিনিধি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। লাভ হিসেবে এক টাকাও পকেটে নেওয়ার সুযোগ নেই। আপনারা যে শ্রম দিচ্ছেন, তার জন্য একটি নির্ধারিত বেতন নিতে পারবেন। গরিবের কাছ থেকে আয় করা টাকা দিয়ে নিজেদের বিলাসিতার জন্য ব্যয়বহুল কিছু করতে যাবেন না। বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল হাই বলেন, আমরা দেশে নতুন ধারা প্রবর্তন করেছি। একেবারে তৃণমূলের নারীদের ঋণ দিচ্ছি। বসুন্ধরা গ্রুপ এখান থেকে ফান্ড নেবে না। বসুন্ধরা গ্রুপ মনে করে সমাজের প্রতি দায়িত্ব রয়েছে। আমাদের দায়িত্ববোধ থেকেই কার্যক্রম চালিয়ে যাব। বসুন্ধরা গ্রুপ নিয়মিতভাবে বসুন্ধরা ফাউন্ডেশনকে অর্থায়ন করছে এবং ভবিষ্যতেও করবে। বসুন্ধরা ফাউন্ডেশন ২০০৫ সাল থেকে দেশব্যাপী সুদমুক্ত ঋণ বিতরণ, ফ্রি ফ্রাইডে ক্লিনিক, শিক্ষা ও সংস্কৃতি উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি শীতকালে শীতবস্ত্র বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য দিয়ে আসছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর