বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শেয়ারবাজারের জন্য ১০ হাজার কোটি টাকা ঋণ চেয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারের জন্য ১০ হাজার কোটি টাকা ঋণ চেয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রস্তাব পাঠিয়েছে বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো। শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকের অধীনস্থ কোম্পানিগুলো মধ্যস্থতাকারী হিসেবে বাজারে লেনদেন করে। প্রস্তাবে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে শেয়ারবাজারে ১০ হাজার কোটি টাকা কীভাবে ব্যবহার করবে ও ফেরত দেবে সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরেছে। জানা গেছে, শেয়ারবাজারের তারল্য সংকট কাটাতে ২০ নভেম্বর বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর একটি প্রতিনিধি দল সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে টাকার ব্যবহার, ফেরত, সুদহার বিষয়ে বিস্তারিত প্রস্তাব দিতে বলা হয়। যার পরিপ্রেক্ষিতে ওই লিখিত প্রস্তাবে শেয়ারবাজারের সহযোগিতায় ৬ বছরের জন্য ১০ হাজার কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে। যা শেয়ারবাজারের সব মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হবে। এই টাকার বিপরীতে দ্বিতীয় বছর থেকে ৩ শতাংশ হারে সুদ, আর চতুর্থ বছর থেকে আসলসহ সুদ প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রথম বছর সুদ চার্জ না করার আহ্বান জানানো হয়েছে। ১০ হাজার কোটি টাকা শুধু শেয়ারবাজারের জন্যই ব্যবহার করা হবে বলেও লিখিত প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। যা একটি বিশেষ হিসাবের মাধ্যমে পরিচালনা করা হবে। একইসঙ্গে ওই টাকার ব্যবহার নিয়ে নিয়মিত পর্যবেক্ষনের সুযোগ থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর