বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছেলেসহ নূরুল ইসলাম হত্যার সুষ্ঠু বিচার চাইলেন রুবি রহমান

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি নূরুল ইসলামের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে মিজানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন  নূরুল ইসলামের স্ত্রী রুবি রহমান। তিনি মনে করেন, নূরুল ইসলামের মৃত্যু পরিকল্পিত হত্যাকা- ছিল। গতকাল নূরুল ইসলাম ও তার একমাত্র ছেলে ইসলাম তমোহরের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুবি রহমান। তিনি আরও বলেন, ২০০৮ সালের ৩ ডিসেম্বর রাতে রাজধানীর লালমাটিয়ায় স্বপ্নপুরী হাউজিং কমপ্লেক্সের ফ্ল্যাটে নূরুল ইসলাম ও তার ছেলে ইসলাম তমোহর ঘুমন্ত অবস্থায় রহস্যজনকভাবে দগ্ধ হন। এ ঘটনায় তমোহর ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত নূরুল ইসলাম সাময়িকভাবে জ্ঞান ফিরে পেলেও চিকিৎসাধীন অবস্থায় ৪ ডিসেম্বর বিকালে মারা যান। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়। রুবি রহমান বলেন, স্বপ্নপুরী হাউজিং কমপ্লেক্সের বাড়িওয়ালার (হাবিবুর রহমান মিজান) ভূমিকা সন্দেহজনক ছিল। সন্দেহজনক ভূমিকার বিষয়টি প্রাথমিকভাবে থানায় অভিযোগ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল। অথচ মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা এ বিষয়টি আমলে নেননি। মিজানকে তখন তদন্তের বাইরে রাখা হয়েছিল। গত অক্টোবরে মিজান গ্রেফতার হয়েছেন। মিজানকে তদন্তে আনা প্রয়োজন। মিজান ও তার বাড়ির দারোয়ান রবিউলকে তদন্তের আওতায় আনা গেলে গুরুত্বপূর্ণ অনেক তথ্য বেরিয়ে আসবে। উল্লেখ্য, গত ১০ অক্টোবর ভারতে পালিয়ে যাওয়ার সময় শ্রীমঙ্গল থেকে কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে মিজানকে গ্রেফতার করে র‌্যাব। রুবি রহমান বলেন, ‘সরকারের নির্দেশে মামলার তদন্ত কার্যক্রমটি চাঞ্চল্যকর মামলার তালিকায় স্থান পায়। এরপর ১১ বছর পার হলো। তদন্তকারী সংস্থা ও তদন্ত কর্মকর্তার বদল হয়েছে বহুবার। আমরা তদন্তের ধীরগতির বিষয়টিও সামনে আনতে চাই।’ সংবাদ সম্মেলনে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘নূরুল ইসলাম, ত্বকি, সাগর-রুনির হত্যাকান্ডের বিচারকাজ কোনো এক কারণে এখনো থমকে আছে। সভ্য সমাজের স্বার্থে এ বিচারকাজ হওয়া দরকার।’ পিবিআই এ মামলার চার্জশিট দ্রুত দেবে বলে আশা করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর