বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাহাড়ে র‌্যাব জনবল বাড়ানোর জিও

আনিস রহমান

এলিট ফোর্স র‌্যাবের পাহাড়ি ব্যাটালিয়ন বা র‌্যাব-১৫ এর কার্যক্রম আরও জোরদার করতে জনবল নিয়োগ ও যানবাহনের জন্য সরকারি আদেশ (জিও) জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। ভয়ঙ্কর মাদক  ইয়াবা ও স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে কক্সবাজার ও বান্দরবান জেলা নিয়ে গঠিত র‌্যাবের নতুন এই ব্যাটালিয়ন গত বছর থেকে কাজ শুরু করলেও জনবল এবং যানবাহন সংকটের কারণে এতদিন তাদের কাজে আশানুরূপ গতি ছিল না। পাহাড়ি ব্যাটালিয়নের সদর দফতর স্থাপন করা হয় কক্সবাজারে। এ ছাড়া সুন্দরবন এলাকা ঘিরে নতুন আরও দুটি ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। সুন্দরবনসহ দক্ষিণাঞ্চল ঘিরে যে ব্যাটালিয়ন চালু হবে তার একটির নাম হবে ১উপকূল’ ব্যাটালিয়ন। অপরটির নাম এখনো ঠিক করা হয়নি। বর্তমানে সারা দেশে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়নের কার্যক্রম চলমান। নতুন আরও দুটি ব্যাটালিয়ন চালু হলে এর সংখ্যা দাঁড়াবে ১৭-তে। খুলনা, সাতক্ষীরা, মোংলা ও দুবলারচর ঘিরে গঠিত র‌্যাব-১৬ ও পটুয়াখালী, ভোলা, বরগুনা ও কুয়াকাটা নিয়ে গঠিত র‌্যাব-১৭-গঠিত হওয়ার কথা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি আদেশে পার্বত্য ব্যাটালিয়ন ইউনিটের (র‌্যাব-১৫) জন্য বিভিন্ন পদবির মোট ৬৭৭টি পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন এবং ৮৪টি বিভিন্ন ধরনের যানবাহন এবং ১৫টি সরঞ্জাম (সিসিটিভি) টিওএন্ডইতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। ৪৮টি যানবাহনের মধ্যে সাতটি জিপ, ২০টি পিকআপ, পাঁচটি মাইক্রোবাস, দুটি এপিসি, দুটি স্পিডবোট, দুটি ওয়াটার ট্রেইলর, একটি রায়ট ভ্যান, একটি কার বা ট্যাক্সি ক্যাব, একটি অ্যাম্বুলেন্স, একটি তিন টন ট্রাক, একটি মিনিবাস, একটি প্রিজন ভ্যান ও ৪০টি মোটরসাইকেল উল্লেখযোগ্য। র‌্যাব কর্মকর্তারা জানান, সরকারের নীতিগত অনুমোদন পাওয়ার পর আরও দুটি ব্যাটালিয়ন গঠনের ব্যাপারে কাজ শুরু হয়েছে। কয়েকটি পর্যায় পার হওয়ার পর অপর দুই ব্যাটালিয়নও কার্যক্রম শুরু করবে। কৌশলগত ও নিরাপত্তার জন্য যেসব এলাকা গুরুত্বপূর্ণ সেখানে নতুন ব্যাটালিয়ন হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সুন্দরবন বাংলাদেশের অহংকার। ম্যানগ্রোভ এই বনাঞ্চল বাঁচিয়ে রেখেছে দেশের দক্ষিণাঞ্চল। দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকার ‘অভিশাপ’ ছিল জলদস্যু ও বনদস্যু। সম্প্রতি সুন্দরবনকে জলদস্যু, বনদস্যুমুক্ত ঘোষণা করা হয়েছে। এরপরও সেখানে নানা চ্যালেঞ্জ রয়েছে। কীভাবে জলদস্যুমুক্ত এলাকা ধরে রাখা যায় সেটিই হলো মূল চ্যালেঞ্জ। এ লক্ষ্যে দক্ষিণাঞ্চলে গঠিত হবে র‌্যাবের নতুন ব্যাটালিয়ন। উপকূল ব্যাটালিয়ন মূলত নোয়াখালী, সাতক্ষীরা ও পটুয়াখালী এলাকায় দায়িত্ব পালন করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর