শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন কাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি নেতা-কর্মীদের মধ্যে রয়েছে শঙ্কাও। নেতা-কর্মীদের উপস্থিতি, ধারণ ক্ষমতাসহ বিশৃঙ্খলা ঠেকাতে উত্তর জেলার এবারের সম্মেলন ও কাউন্সিল দুই জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে সম্মেলন শুরু হবে লালদীঘির মাঠে এবং বিকাল ৩টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে কাউন্সিল অধিবেশন হবে। সম্মেলনে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগসহ উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরাও সম্মেলনে যোগ দেবেন। এতে একটি কমিউনিটি সেন্টারে স্থান হবে না। তাই সার্বিক বিষয় বিবেচনা করেই লালদীঘির মাঠে সম্মেলন করা হচ্ছে। তা ছাড়া কমিউনিটি সেন্টারে পূর্বে ঘোষিত স্থানেই কাউন্সিল অধিবেশন হবে বলে জানান তিনি। গত ২৭ জানুয়ারি উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। এবার সভাপতি-সম্পাদক পদের দায়িত্বে কারা আসছেন সেই বিষয়ে নিশ্চিত করে কেউ বলতে না পারলেও দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকেই দৃষ্টি নেতা-কর্মীদের।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিম লীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এ ছাড়া উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী অ্যাড. আবদুল মতির খসরু এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর