শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
প্রকৃতি

উপজেলা পরিষদ ভবনের ছাদে ফলের বাগান

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

উপজেলা পরিষদ ভবনের ছাদে ফলের বাগান

ইট কাঠের সভ্যতায় হারিয়ে যাচ্ছে সবুজ। এ অবস্থায় শৌখিন মানুষেরা সবুজকে ধরে রাখার নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছেন ছাদ বাগান। এমনইভাবে ছাদে ফুল-ফলের বাগান করা হয়েছে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের ছাদে এবং ইউএনওর ডাকবাংলোতে। এগুলোতে নিজস্ব পরিকল্পনায় বাগান এবং পরিত্যক্ত জায়গায় লিচু বাগান ও সবজি চাষ করেছেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম। অবসর সময়ে তিনি ছাদে শখের বসে এই বাগান গড়ে তোলেন। এই ছাদে টবে তাইওয়ান কুল, লেবু, কমলা, মাল্টা, করমচা, চেরিফল, জামরুল, ডালিম, আম, লিচু, আপেল, পেয়ারা, সফেদা, শরীফা, মিষ্টি তেঁতুল, মিষ্টি জলপাই, লটকন, মিষ্টি কামরাঙা, জাম্বুরা, ড্রাগন ফল, কদবেল, বেল, ক্যাপসিকাম ও আমড়াসহ ফলদ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।

 ছাদে ফলের বাগান করে তিনি যেমন আনন্দ পাচ্ছেন তেমনি বিশুদ্ধ ফল পাচ্ছেন। এই ছাদের বাগান হয়ে উঠেছে প্রকৃতির বনাঞ্চল। বাগানে এমন কিছু ফলগাছ আছে যেগুলোতে সারা বছরই ফল ধরে। আর ছাদের বাগানে চাষ করা বিষমুক্ত ফল দিয়ে অতিথি আপ্যায়নও চলছে সমানতালে। অফিস ভবনের মাঝে সবুজে সবুজে ছেয়ে থাকা এই ফলের ছাদ বাগান দেখে উপজেলা পরিষদ চত্বরে আগত সেবাগ্রহীতা ও দর্শনার্থীদের চোখ জুড়ায়। এ ব্যাপারে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, ছাত্রজীবন থেকেই কৃষির প্রতি ভালোবাসার টান তার। এ ভালোবাসা থেকেই ছাদে ফলের বাগান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর