শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন নিহত ৪৩

কলকাতা প্রতিনিধি

ভারতের রাজধানী দিল্লিতে ছয়তলা ভবনে অবস্থিত স্কুল ব্যাগ তৈরির একটি কারখানায় আগুন লেগে বহু হতাহতের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে অন্তত ৪৩ জন শ্রমিক ঘুমিয়ে থাকা অবস্থায় পুড়ে এবং দম বন্ধ হয়ে মারা গেছেন। গতকাল ভোরের দিকে রানী ঝাসি রোডের আনাজ মান্ডি এলাকায় এ ঘটনা ঘটে।  জানা গেছে, সকাল থেকে সারাদিন দমকল বাহিনীর ৩০টি ইউনিট আগুন নেভানো এবং হতাহতদের উদ্ধারে কাজ করে। এ সময় পর্যন্ত কোনো পক্ষ থেকেই আগুন লাগার কারণ জানানো হয়নি। স্থানীয় সূত্রগুলো থেকে জানা গেছে, ভোর সাড়ে ৫টা নাগাদ ওই কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের প্রায় ১৫টি ইউনিট। ততক্ষণে আগুন প্রলয়ঙ্করী রূপ নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের আরও  ১৫টি ইউনিট ঘটনাস্থলে আসে। উদ্ধারকাজে এগিয়ে আসেন এলাকাবাসীও। এক পর্যায়ে কারখানার ভিতর থেকে ৫০ জনকে উদ্ধার করা হয়। তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। আহত অবস্থায় অনেককে উদ্ধার করা হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেও অগ্নিদগ্ধ অবস্থায় বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়। সব মিলিয়ে দুর্ঘটনায় মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই শ্রমিক এবং ওই কারখানায় ঘুমিয়েছিলেন। স্থানীয়রা জানান, ওই কারখানায় কার্যত গাদাগাদি করে ঘুমাতেন বিপুলসংখ্যক শ্রমিক। তাদের অনেকে আশপাশের কারখানাগুলোতেও কাজ করেন। ডেপুটি ফায়ার চিফ অফিসার সুনীল চৌধুরী জানিয়েছেন, ভোরে ৬০০ স্কয়ার ফুটের ওই জায়গাটিতে আগুন লাগে। কারখানার ভিতরের দিকে অন্ধকার হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করতে প্রথম  থেকেই সমস্যায় পড়েন দমকল কর্মীরা। ওই কারখানাটিতে স্কুল ব্যাগ, বোতলসহ অন্যান্য দাহ্য সামগ্রী মজুদ ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর ধারণা, ভবনটিতে অগ্নিনির্বাপণের যথাযথ ব্যবস্থা ছিল না। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পরে জানিয়েছেন, নিহতদের পরিবারকে ১০ লাখ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের দেওয়া হবে এক লাখ টাকা। এ ছাড়া আহতদের চিকিৎসার সব ব্যয়ভার রাজ্য সরকার বহন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করে জানিয়েছেন, আগুনে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

সর্বশেষ খবর